সিএমএইচ থেকে বাড়ি ফিরেছেন আহত ৬১০ শিক্ষার্থী 

সিএমএইচ থেকে বাড়ি ফিরেছেন আহত ৬১০ শিক্ষার্থী 

সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের বিভিন্ন সিএমএইচ থেকে চিকিৎসা সেবা গ্রহণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ৬১০ জন শিক্ষার্থী বাড়ি ফিরেছেন।

সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের বিভিন্ন সিএমএইচ থেকে চিকিৎসা সেবা গ্রহণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ৬১০ জন শিক্ষার্থী বাড়ি ফিরেছেন।

শনিবার (৩১ আগস্ট)  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, গত ১৮ আগস্ট থেকে সারা দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সঙ্গে সিএমএইচসমূহে জরুরি ও উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে। 

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিএমএইচসহ দেশের অন্যান্য ১০টি সিএমএইচে সর্বমোট ৮২৯ জন আহত ছাত্র চিকিৎসা সেবা গ্রহণের জন্য আসেন। তার মধ্যে ২১৯ জন আহত ছাত্র সিএমএইচসমূহে চিকিৎসাধীন আছেন এবং অবশিষ্ট ছাত্ররা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর রয়েছে ।

এমএসি/এসকেডি 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *