খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে, হিংসা, লোভ ও ক্রোধরুপী অসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা, যেখানে মানবিক সাম্য ও ন্যায়বিচার নিশ্চিত হবে। উৎপীড়ন ও প্রতিহিংসা চরিতার্থ করার মধ্য দিয়ে যারা সমাজকে, মানব সভ্যতাকে ধ্বংস করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায় কুশাসন। তাদের বিরুদ্ধে সংগ্রাম করে মানবকল্যাণ প্রতিষ্ঠাই এই উপাসনার অন্তর্নিহিত তাগিদ।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে, হিংসা, লোভ ও ক্রোধরুপী অসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা, যেখানে মানবিক সাম্য ও ন্যায়বিচার নিশ্চিত হবে। উৎপীড়ন ও প্রতিহিংসা চরিতার্থ করার মধ্য দিয়ে যারা সমাজকে, মানব সভ্যতাকে ধ্বংস করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায় কুশাসন। তাদের বিরুদ্ধে সংগ্রাম করে মানবকল্যাণ প্রতিষ্ঠাই এই উপাসনার অন্তর্নিহিত তাগিদ।
শনিবার (১২ অক্টোবর) রাতে নগরীর শিতলাবাড়ি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি বলেন, এই দেশ এমন একটি দেশ, এখানে সাম্য, মৈত্রী, বন্ধুত্ব সবকিছুই আছে। শুধু প্রয়োজন আমাদের তা লালন করা ও মেনে চলা। আমাদের সবার উচিত সম্প্রীতির বন্ধনে এক সঙ্গে মিলেমিশে থাকা। গত ১৭ বছরের মধ্যে বাংলাদেশে এ বছর সম্প্রীতির মধ্যদিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। মাফিয়া হাসিনাকে বিদায় করতে বিএনপি আন্দোলনে বীজ বপন করেছিল। বিগত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের মাধ্যমে সে বীজের ফসল ঘরে তুলেছে দেশের মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির আহ্বায়ক কে এম হুমায়ুন কবীর, একরামুল কবীর মিল্টন, মিজানুর রহমান মিলটন, শীতলা বাড়ি সর্বজনীন কার্যকরী সংসদের সভাপতি সুজিত সাহা, সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, কমিটির সহ-সভাপতি অমর দাস, বিজয় ঘোষ, দিনেশ দাস, তপন ঘোষ, তাপস সাহ, অনুত দাস, সাগর মজুমদার, স্বেচ্ছাসেবক দল নেতা খায়রুজ্জামান সজিব। আরও উপস্থিত ছিলেন মাহবুব উল্লাহ শামীম, মো. মেশকাত আলী, রকিবুল ইসলাম মতি, জামির হোসেন দীপু, মাসুদুর রহমান হারুন, মাসুদুর রহমান, শাহিন খান, ডা. লাভলু, আকিব আহসান, আরিফা আশরাফী চুমকি, সৈয়দ আশরাফুল হক পাপ্পা, মো. আজগর আলী, মো. বিল্লাল হোসেন, মো. হাসান হাওলাদার, মো. সেলিম শেখ, মো. সৈকত প্রমূখ।
মোহাম্মদ মিলন/আরকে