আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষ্যে সাবেক ছাত্রলীগ নেতাদের উদ্যোগে গরিব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষ্যে সাবেক ছাত্রলীগ নেতাদের উদ্যোগে গরিব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের সামনে সাবেক ছাত্রনেতাদের পক্ষ থেকে গরিব ও দুস্থদের মধ্যে এ খাবার বিতরণ করা হয়।
এসময় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসাইন, সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক মুকিব মিয়া, সাবেক সহ-সম্পদক এনামুল হক প্রিন্স, সাবেক উপ-অর্থ সম্পাদক তড়িৎ চৌধুরী ও সাবেক ছাত্রলীগ নেতা নুরুল হক সজল উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতী নদী বিধৌত টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার বড় সন্তান শেখ হাসিনা। ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের সভাপতি তিনি। ৫ আগস্ট সরকার পতনের দিন তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। বর্তমানে তিনি ভারতেই অবস্থান করছেন।
এমএসআই/জেডএস