সন্ধ্যায় যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

সন্ধ্যায় যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

সাকিব আল হাসান নেই। নয় মাস পর জাতীয় দলে টি-টোয়েন্টি ফরম্যাটে মেহেদী হাসান মিরাজ। আছেন দীর্ঘদিনের অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ জাতীয় দল টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে নামছে অনেকটা দিন পর। আরও স্পষ্ট করে বললে, টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে হারের পর এবারই প্রথম ক্রিকেটের শর্টার ফরম্যাটে নামবে টাইগাররা। 

সাকিব আল হাসান নেই। নয় মাস পর জাতীয় দলে টি-টোয়েন্টি ফরম্যাটে মেহেদী হাসান মিরাজ। আছেন দীর্ঘদিনের অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ জাতীয় দল টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে নামছে অনেকটা দিন পর। আরও স্পষ্ট করে বললে, টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে হারের পর এবারই প্রথম ক্রিকেটের শর্টার ফরম্যাটে নামবে টাইগাররা। 

ভারতের গোয়ালিয়র শহরে দীর্ঘ ১৪ বছর পর ফিরছে ক্রিকেট। নতুন স্থাপিত মাধবরাও সিন্ধি স্টেডিয়ামে হচ্ছে প্রথম ম্যাচটা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে মাত্র ১ জয় পাওয়া বাংলাদেশ এই ম্যাচ দিয়েই শুরু করতে চায় ২০২৬ বিশ্বকাপের লম্বা প্রস্তুতি। 

অভিজ্ঞতায় ঠাসা বাংলাদেশ দল। যেখানে সবমিলিয়ে ৬০০ এর বেশি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে। দলের ওপেনার হিসেবে থাকতে পারেন লিটন কুমার দাস এবং পারভেজ হোসাইন ইমন। অস্ট্রেলিয়ার মাটিতে টপএন্ড সিরিজে আর দেশে বিসিবি হাই পারফরম্যান্স দলের হয়ে ভাল খেলার পুরষ্কার হিসেবে জাতীয় দলে এসেছেন ইমন। যুব বিশ্বকাপ জেতা এই তারকাকে দেখা যেতে পারে দলে। আর লিটন দাস থাকছেন তা একপ্রকার নিশ্চিত। 

যথারীতি তিনে থাকছেন নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলের অধিনায়কের ব্যাটে রানের দেখা নেই অনেকটা দিন। আজ তার উইলো হাসে কি না, সেটা দেখার অপেক্ষা। চারে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের সবচেয়ে বড় ভরসা তাওহীদ হৃদয়। মিডল অর্ডারে এরপরেই দেখা যাবে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে। নিজের ক্যারিয়ারের সায়াহ্নে এসে রিয়াদ ঠিক কেমন পারফর্ম করেন তা দেখার অপেক্ষা। 

দুই ফিনিশার নিয়েই বাংলাদেশের মাঠে নামার সম্ভাবনা বেশি। জাকের আলী অনিক এবং রিশাদ হোসেনের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে দল। রিশাদ অবশ্য বিশেষজ্ঞ লেগ স্পিনার হিসেবেও নিজের কাজটা করে যাবেন বোলিং ইনিংসে। অলরাউন্ডার স্লটে রিশাদকে সঙ্গ দেবেন মেহেদী হাসান মিরাজ। 

তিন পেসার নিয়েই সাজানো হতে পারে বোলিং লাইনআপ। মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ দলে থাকছেন সেটা একেবারেই নিশ্চিত করে বলা চলে। এদের সঙ্গে থাকতে পারেন তানজিম হাসান সাকিব। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও মন্দ না জুনিয়র সাকিব। তার ওপরেই তাই টিম ম্যানেজমেন্টের আস্থা থাকয়ার কথা বেশি। 

জেএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *