সংবাদের জেরে লিগ্যাল নোটিশ, উত্তরে যা বললেন ঢাকা পোস্ট প্রতিনিধি

সংবাদের জেরে লিগ্যাল নোটিশ, উত্তরে যা বললেন ঢাকা পোস্ট প্রতিনিধি

‘আরমানের স্বাক্ষরে চলে বান্দরবান চেম্বার অব কমার্সের সার্টিফিকেট’— শিরোনামে গত ১৩ সেপ্টেম্বর ঢাকা পোস্টে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে বান্দরবান পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নুরুল আমিন চৌধুরী আরমান ঢাকা পোস্টের বান্দরবান জেলা প্রতিনিধি মো. শহীদুল ইসলাম বরাবর লিগ্যাল নোটিশ পাঠান।  

‘আরমানের স্বাক্ষরে চলে বান্দরবান চেম্বার অব কমার্সের সার্টিফিকেট’— শিরোনামে গত ১৩ সেপ্টেম্বর ঢাকা পোস্টে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে বান্দরবান পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নুরুল আমিন চৌধুরী আরমান ঢাকা পোস্টের বান্দরবান জেলা প্রতিনিধি মো. শহীদুল ইসলাম বরাবর লিগ্যাল নোটিশ পাঠান।  

নিজ আইনজীবীর মাধ্যমে গত ১৪ সেপ্টেম্বর পাঠানো লিগ্যাল নোটিশে শহীদুল ইসলামকে এর উত্তর দিতে বলা হয়।

প্রেরিত লিগ্যাল নোটিশে বান্দরবান পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী আরমান দাবি করেন, প্রকাশিত সংবাদে অসত্য তথ্য পরিবেশন করে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। তার দাবি, বান্দরবান পৌরসভার চাকরির পাশাপাশি বান্দরবান চেম্বার অব কমার্সে খণ্ডকালীন চাকরি এবং ট্রেড সার্টিফিকেটে সংস্থার প্রেসিডেন্ট ও সেক্রেটারির দুই জায়গায় তার একক স্বাক্ষর আইনগতভাবে বৈধ।

এ ছাড়া প্রতিবেদনে বিগত ২০০৬ সালে বান্দরবান পৌরসভার কর্মচারীদের সাইকেল ক্রয়-সংক্রান্ত একটি অনিয়ম তদন্ত প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার বিভাগের তৎকালীন সিনিয়র সহকারী সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত একটি পত্রে তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। এ বিষয়ে নুরুল আমিন চৌধুরী আরমানের দাবি, ‘এটি হাইকোর্টে রিট পিটিশন মামলা স্থগিত করা আছে।’

লিগ্যাল নোটিশে ঢাকা পোস্টের বান্দরবান জেলা প্রতিনিধির বিরুদ্ধে আদালত অবমাননা, সাইবার ক্রাইমসহ কয়েকটি অভিযোগ এনে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।

লিগ্যাল নোটিশের উত্তরে যা বলছেন ঢাকা পোস্ট প্রতিনিধি

নুরুল আমিন চৌধুরী কর্তৃক প্রেরিত লিগ্যাল নোটিশের উত্তরে ঢাকা পোস্টের বান্দরবান জেলা প্রতিনিধি মো. শহীদুল ইসলাম জানান, পেশাদার সাংবাদিক হিসেবে দীর্ঘদিন তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।

তিনি বলেন, ‘আমার হাতে যে সকল তথ্য-প্রমাণ আছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তা সংবাদ মাধ্যমে এসেছে। সাংবাদিকতার প্রচলিত আইন ও রীতি অনুসরণ করে সঠিক তথ্য সংগ্রহ করে সংবাদ প্রেরণ করা হয়েছে।’

‘পেশাদার একজন সাংবাদিককে লিগ্যাল নোটিশ প্রদানের মাধ্যমে তিনি (নুরুল আমিন চৌধুরী আরমান) স্বাধীন সংবাদ চর্চার পথকে বন্ধ করার পাঁয়তারা করেছেন। আমি লিগ্যাল নোটিশের উত্তর দিয়েছি। উত্তর পাওয়ার পর তিনি তার লিগ্যাল নোটিশটি প্রত্যাহার করবেন বলে আশা রাখছি এবং ভবিষ্যতে এ বিষয়ে কোনো ধরনের হয়রানির শিকার হলে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট যথাযথ প্রতিকার চেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব আমি’— বলেন ঢাকা পোস্টের বান্দরবান জেলা প্রতিনিধি মো. শহীদুল ইসলাম। 

এমএআর/

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *