শেরপুরে ৩১ বস্তায় প্রায় দেড় টন সরকারি চালসহ মো. কামাল হোসেন (৫০) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালককে আটক করেছে পুলিশ।
শেরপুরে ৩১ বস্তায় প্রায় দেড় টন সরকারি চালসহ মো. কামাল হোসেন (৫০) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর পাঞ্জরভাঙ্গা থেকে সরকারি চালের বস্তাসহ তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সদর উপজেলার গাজীরখামার থেকে ১৬ বস্তা সরকারি চাল তার ব্যাটারিচালিত ইজিবাইকে বোঝাই করে চালক কামাল হোসেন চান্দেরনগর গারোভিটা এলাকায় নিয়ে যায়। সেখান থেকে আরও কয়েক বস্তা চাল ডিলারের নির্দেশে বাকেরকান্দা নিয়ে যাওয়ার পথে পাঞ্জরভাঙ্গা এলাকায় স্থানীয় লোকজন আটক করেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩১টি বস্তায় প্রায় দেড় টন (১৫০০ কেজি) চালসহ অটোরিকশা চালককে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম বলেন, ৩১ বস্তা সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে। কোথা থেকে সরকারি চাল এল সেই বিষয়ে তদন্ত চলছে। এই ঘটনায় আর কে কে জড়িত সে বিষয়ে ও তদন্ত চলছে। সেই সঙ্গে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শেরপুর প্রতিনিধি/জেডএস