দেড় মাস আগেই স্মরণকালের ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয়ের মুখে পড়েছিল দেশের দক্ষিণের জেলা ফেনী। ওই সময় সেখানকার বন্যার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছিল সারা দেশের সর্বস্তরের মানুষ। তবে এবার নিজেদের ক্ষত শুকানোর আগেই বন্যা কবলিত উত্তরাঞ্চলের মানুষের জন্য মানবিক সহায়তায় এগিয়ে এসেছেন ফেনীবাসী।
দেড় মাস আগেই স্মরণকালের ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয়ের মুখে পড়েছিল দেশের দক্ষিণের জেলা ফেনী। ওই সময় সেখানকার বন্যার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছিল সারা দেশের সর্বস্তরের মানুষ। তবে এবার নিজেদের ক্ষত শুকানোর আগেই বন্যা কবলিত উত্তরাঞ্চলের মানুষের জন্য মানবিক সহায়তায় এগিয়ে এসেছেন ফেনীবাসী।
সোমবার (৭ অক্টোবর) থেকে ‘শেরপুরের পাশে ফেনী’ ব্যানারে বন্যার্ত মানুষদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে ফেনীর স্বেচ্ছাসেবীরা।
জানা গেছে, সাম্প্রতিক ফেনীর বন্যায় দেশবাসী সহায়তা করায় সেই কৃতজ্ঞতাবোধ থেকে উত্তরবঙ্গের বন্যার্তদের সহযোগিতায় জেলার প্রায় সব উপজেলায় গণত্রাণ কর্মসূচি চলছে। শনিবার (৫ অক্টোবর) কর্মসূচির প্রথম দিনে এ জনপদের তরুণরা সংগ্রহ করেছেন প্রায় ১২ লাখ টাকা। যা দিয়ে খাদ্যসামগ্রী নিয়ে ছুটে গেছেন বন্যাদুর্গত এলাকায়। বিভিন্ন টিমে ফেনী থেকে পাঠানো হচ্ছে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, ওষুধ ও পানিসহ বন্যার্তদের জন্য নানা প্রয়োজনীয় সামগ্রী।
এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক পরিবার প্ল্যাটফর্মের স্বেচ্ছাসেবক ওসমান গনি রাসেল ঢাকা পোস্টকে বলেন, ইতোমধ্যে আমাদের স্বেচ্ছাসেবকরা শেরপুরে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। পর্যায়ক্রমে বন্যা কবলিত অন্যান্য জেলায়ও আমাদের সহায়তা পৌঁছে যাবে। গণত্রাণ কার্যক্রমে ফেনীর সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।
স্বেচ্ছাসেবকদের সমন্বয়কারী ইমন-উল হক ও আসাদুজ্জামান দারা বলেন, ফেনীবাসীর বিপদের সময় সারা দেশের মানুষ ফেনীতে ছুটে এসেছিলেন। সেই কৃতজ্ঞতাবোধ থেকে ফেনীবাসী বন্যার্ত মানুষদের সহায়তায় ছুটে যাচ্ছে।
প্রসঙ্গত, পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় উত্তরের শেরপুর, ময়মনসিংহসহ বেশ কয়েকটি জেলার লাখো মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে দিনযাপন করছেন।
তারেক চৌধুরী/পিএইচ