‘শেখ হাসিনা গেছে যে পথে, চুপ্পু যাবে সে পথে’

‘শেখ হাসিনা গেছে যে পথে, চুপ্পু যাবে সে পথে’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্যের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্যের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় তারা ‘শেখ হাসিনা গেছে যে পথে, চুপ্পু যাবে সে পথে’ স্লোগান দিয়ে রাষ্ট্রপতির বক্তব্য প্রত্যাখ্যান ও তার অপসারণের দাবি করেন।

মিছিলে ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘ধরো রশি মারো টান, চুপ্পু হবে খান খান’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’সহ বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

তারা বলেন, দুই মাসের ব্যবধানে রাষ্ট্রপতির এ দ্বিমুখী বক্তব্য ছাত্রসমাজ কোনোভাবেই মেনে নেবে না। খুনি হাসিনাকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। সচেতন ছাত্রসমাজ কোনো চাটুকার ও দোসরদের আর গ্রহণ করবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী কলেজের সমন্বয়ক মো. আরিফুল ইসলাম বলেন, বিপ্লব কোনো নিয়ম মেনে হয় না। খুনি হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করে ভারত পালিয়ে গেছে। তাই শেখ হাসিনার পদত্যাগপত্র আছে কি নাই তা আমাদের দেখার বিষয় নয়। আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক বনি আমিন বলেন, গতকাল (সোমবার) আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের রাতের ভোটের এমপি খুনি একরামুল করিম চৌধুরীর পক্ষে কয়েকজন আইনজীবীসহ তার সমর্থকরা নিকৃষ্টতম স্লোগান দেয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ফ্যাসিবাদ খুনি হাসিনা ও এর দোসরদের যারা সহযোগিতা করবে তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে। আমার ভাইকে যারা হত্যা করেছে ও যারা হত্যার নির্দেশ দিয়েছে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। যেখানেই আওয়ামী লীগ ও এর দোসররা চক্রান্ত করার চেষ্টা করবে সেখানেই ছাত্র-জনতাসহ সবাই মিলে প্রতিরোধ গড়ে তোলা হবে। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের রাজনীতির নিষিদ্ধ করতে হবে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. আরিফুল ইসলাম, হাসিবুল হোসেন, নোয়াখালী কলেজের সমন্বয়ক ফরহাদুল ইসলাম, মাজহার রাকিব ও আফসার বিন আজিজ, নোয়াখালী সরকারি কলেজের ছাত্র মাজহারুল ইসলাম রাকিব, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি খলিলুর রহমান, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আকবর, আইনজীবী রবিউল হাসান পলাশ, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবদুজ জাহের, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

হাসিব আল আমিন/এসএসএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *