শেখ ফাহমিন হত্যা : হাসিনাসহ ৩৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

শেখ ফাহমিন হত্যা : হাসিনাসহ ৩৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই উত্তরায় কলেজছাত্র শেখ ফাহমিন জাফরকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই উত্তরায় কলেজছাত্র শেখ ফাহমিন জাফরকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দায়ের করা হয়। শেখ ফাহমিন জাফরের মা কাজী মাখমিন শিল্পী অভিযোগটি দায়ের করেন।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম ও বিএম সুলতান মাহমুদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভিকটিমের নাম শেখ ফাহমিন জাফর, বয়স ১৮ বছর। সে টঙ্গী সরকারি কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র ছিল।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, ১৮ জুলাই সকালে মায়ের অনুমতি নিয়ে সে ছাত্র আন্দোলনে যায়। যাওয়ার সময় মাকে বলে যায়, যদি শহীদ হয় তবে তার মরদেহ যেন ঘরে না নিয়ে গণভবনে নেওয়া হয় এবং আন্দোলনে সফলতা না পর্যন্ত তার মরদেহ যেন ঘরে নিয়ে না আসা হয়। পরে ঢাকার ক্রিসেন্ট হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়। ফাহমিনের মা, মামা ও মামী মরদেহ আনতে যায়। সেখানে গিয়ে তার মামা গুলিবিদ্ধ হয়। পরে মরদেহ দাফনের জন্য গোসল করাতে গেলে স্থানীয় মসজিদ কমিটি সেটিতে বাধা দেয়।

এমএইচডি/এসএম

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *