বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, শিক্ষার্থীদের রক্তের সঙ্গে কেউ বেঈমানি করলে তাদেরকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে দ্রুত সময়ের মধ্যে দেশে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, শিক্ষার্থীদের রক্তের সঙ্গে কেউ বেঈমানি করলে তাদেরকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে দ্রুত সময়ের মধ্যে দেশে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।
শনিবার (১৭ আগস্ট) সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত ‘স্বৈরাচার হাসিনা’ পতনের আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন।
আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বলেন, আওয়ামী লীগের অপশাসনের কারণে ১৫ বছর যাবত এদেশের মানুষ স্বাধীনভাবে কোনো ভোট দিতে পারেনি। এরা মানুষের ভোটের অধিকার হরণ করেছে। গুম, খুন ও আয়নাঘর প্রতিষ্ঠার কারণে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সুযোগ পেয়ে যারা চাঁদাবাজি ও দখলবাজি করছেন তাদের আইনের হাতে সোপর্দ করারও আহ্বান জানান তিনি।
বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকতার হোসেন মেবুল, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মন্টু খান প্রমুখ।
এর আগে বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়ন থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেন। অশ্বিনী কুমার হল ও আশপাশের এলাকা নেতাকর্মীদের পদচারনায় মুখর হয়ে ওঠে। সভা শেষে নেতাকর্মীদের নিয়ে মিছিল করেন আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর