শিক্ষকরা মানুষ গড়ার কারিগর : নাসিমুল গনি

শিক্ষকরা মানুষ গড়ার কারিগর : নাসিমুল গনি

রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি বলেছেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তারা শুধু বুদ্ধিবৃত্তিক কাজই করেন না, জাতি ও সমাজকে এগিয়ে নেওয়ার দিকনির্দেশনা দেন। তাদের গবেষণাকর্ম আমাদের উন্নতির মস্তবড় সোপান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি বলেছেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তারা শুধু বুদ্ধিবৃত্তিক কাজই করেন না, জাতি ও সমাজকে এগিয়ে নেওয়ার দিকনির্দেশনা দেন। তাদের গবেষণাকর্ম আমাদের উন্নতির মস্তবড় সোপান।

শনিবার (১২ অক্টোবর) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল মজিদ সভায় সভাপতিত্ব করেন। যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম, ঢাকা মেইলের হেড অব নিউজ সিনিয়র সাংবাদিক হারুন জামিল সভায় বক্তব্য দেন।

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের মধ্যে প্রফেসর ড. জাকির হোসেন, ড. জিয়াউল আমিন, ড. মীর মোশাররফ হোসেন, ড. ওমর ফারুক, ড. তানভীর হোসাইন, ড. তোফায়েল আহমেদ, ড. কুলসুম আক্তার, ড. সেলিনা আক্তার, ড. নাজনীন নাহার, ড. আমজাদ হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের ডিন, চেয়ারম্যান ও দফতর প্রধানরা বক্তব্য দেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি যবিপ্রবির উন্নয়ন ও অগ্রযাত্রায় সব সময় এ প্রতিষ্ঠানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্প্রতি যবিপ্রবির র‍্যাংকিংয়ে উন্নয়নের দিকে ইঙ্গিত করে প্রধান অতিথির বক্তব্যে নাসিমুল গনি বলেন, এই প্রত্যন্ত এলাকার একটা বিশ্ববিদ্যালয় বিশ্ব র‍্যাংকিংয়ে ৮০১ থেকে ১০০০-এর মধ্যে রয়েছে, এটি অত্যন্ত গর্বের। এটি আপনাদের ধরে রাখতে হবে এবং সেই অনুযায়ী শিক্ষা ও গবেষণা অব্যাহত রাখতে হবে। অনেকেই আপনারা এ বিশ্ববিদ্যালয়ের আরও ভূমি অধিগ্রহণের কথা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় সরকার সব সময় সহযোগিতা করবে। তাঁকে আমন্ত্রণ জানানোয় তিনি যবিপ্রবি উপাচার্যসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

সিনিয়র সাংবাদিক হারুন জামিল বলেন, শিক্ষকদের আমি সব সময় সম্মানের চোখে দেখি। আমার পরিবারের অনেকেই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। যে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে আমরা বর্তমান অবস্থায় পৌঁছেছি, সেই আকাঙ্ক্ষার অংশীদার হয়ে আমাদের কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ আগত অতিথির ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, গবেষণায় এ বিশ্ববিদ্যালয় অনেক ভালো করছে। যদি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য প্রণোদনামূলক তহবিল গঠন করা যায়, তাহলে তারা আরও গবেষণায় উৎসাহী হবেন। একইসঙ্গে তিনি ১৯৫২ থেকে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং অসুস্থদের আশু রোগ মুক্তি কামনা করেন।

সচিব নাসিমুল গনি বিকেলে যবিপ্রবির পাশের আমবটতলা বাজারে স্থানীয় সুধীজনদের সাথেও মতবিনিময় সভা করেন।

এমএআর/

 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *