শাবিতে প্রথম বর্ষের ভর্তি শুরু বুধবার, ডোপ টেস্ট বাধ্যতামূলক

শাবিতে প্রথম বর্ষের ভর্তি শুরু বুধবার, ডোপ টেস্ট বাধ্যতামূলক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বুধবার (২৩ অক্টোবর) থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের চূড়ান্ত ভর্তি শুরু হতে যাচ্ছে। টানা দুই দিনের ভর্তি কার্যক্রমের প্রথম দিনে বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিজ্ঞান বিভাগের জন্য বরাদ্দকৃত ‘এ’ ইউনিটে ভর্তি নেওয়া হবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বুধবার (২৩ অক্টোবর) থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের চূড়ান্ত ভর্তি শুরু হতে যাচ্ছে। টানা দুই দিনের ভর্তি কার্যক্রমের প্রথম দিনে বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিজ্ঞান বিভাগের জন্য বরাদ্দকৃত ‘এ’ ইউনিটে ভর্তি নেওয়া হবে।

এ ছাড়া পরদিন বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মানবিক এবং ব্যবসায় শিক্ষার জন্য বরাদ্দকৃত ‘বি’ ও ‘সি’ ইউনিটে ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, চূড়ান্ত ভর্তি কার্যক্রমের প্রথম দিন বুধবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিজ্ঞান বিভাগের মেরিট পজিশন ১-৬০০, বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৬০১- ১৭০০, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৭০১- ৪২০০ এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ৪২০১ থেকে পরবর্তী মেরিট পজিশনে ভর্তি নেওয়া হবে।

এ ছাড়া বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানবিক বিভাগের নির্বাচিত সকল শিক্ষার্থী এবং বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা বিভাগের নির্বাচিত সকল শিক্ষার্থীর ভর্তি নেওয়া হবে।

নির্দেশনা

ভর্তির জন্য আগত শিক্ষার্থীদের ভর্তি বাবদ ১৩ হাজার টাকা নিয়ে আসতে হবে। গুচ্ছভুক্ত যেকোনো বিশ্ববিদ্যালয়ে এইচএসসি ও এসএসসির মার্কশিট জমাদানকারী শিক্ষার্থীদেরকে প্রাথমিক ভর্তির কনফারমেশন স্লিপ এবং অন্যান্যদেরকে এর মূল মার্কশিট নিয়ে আসতে হবে। শিক্ষার্থীদেরকে রক্তের গ্রুপের প্রমাণপত্র হিসেবে রক্তের গ্রুপ টেস্টের রিপোর্ট বা জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হবে।

এ ছাড়া, কোটায় ভর্তির জন্য ভর্তি নির্দেশিকার অনুচ্ছেদ ৫-এ উল্লিখিত মূল প্রত্যয়ন/সনদপত্রসমূহ নিয়ে আসতে হবে। চূড়ান্ত ভর্তির পূর্বে শিক্ষার্থীদেরকে ব্যক্তিগত তথ্য ফরম পূরণ করতে হবে। ব্যক্তিগত তথ্য ফরম পূরণ করার জন্য https://admission.sust.edu.bd/dashboard/student-info লিঙ্কে অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে বলা হয়েছে।

এ ছাড়া ভর্তির সময় শিক্ষার্থীর ডোপ টেস্ট করা বাধ্যতামূলক বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জুবায়েদুল হক রবিন/এমজেইউ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *