লিটন বললেন এখনই দায়িত্ব নেওয়ার সময়

লিটন বললেন এখনই দায়িত্ব নেওয়ার সময়

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর আরেকটি বড় চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে আগামী রোববার দেশ ছাড়বে নাজমুল হোসেন শান্তরা। তার আগে মিরপুর শের-ই বাংলার মাঠে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। 

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর আরেকটি বড় চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে আগামী রোববার দেশ ছাড়বে নাজমুল হোসেন শান্তরা। তার আগে মিরপুর শের-ই বাংলার মাঠে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। 

আজ (মঙ্গলবার) অনুশীলনের এক ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। সেখানে ভারত সিরিজ নিয়ে লিটনের কাছে জানতে চাওয়া হয়েছিল দুই দলের ব্যাটিং গভীরতা সম্পর্কে। জবাবে টাইগারদের উইকেটকিপার এই ব্যাটার বলেন, ‘আমার কাছে মনে হয় দুই দলের ব্যাটিং গভীরতায় খুবই ভালো। দুই দল যখন খেলবে সাত-আটটা করে মেইন ব্যাটসম্যান থাকবে।’

এরপর লিটন বললেন, ‘দেখেন আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলেছি। এটা আমার কাছে মনে হয় এটা অতীত হয়ে গেছে। এখান থেকে কনফিডেন্স পেয়েছি, যখন হোমে ইন্ডিয়ার সাথে খেলবো তখন ইন্ডিয়া অলওয়েজ শক্তিশালী দল। আমি বলব না যে খুব চ্যালেঞ্জিং হবে, আবার সহজ হবে। তারা খুব ভালো দল তাদের কন্ডিশনে। টেস্ট ক্রিকেটে যদি তাদের অবস্থানটা দেখেন অনেক উপরে।’

সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দারুণ করেছেন লিটন। জানালেন এখনই দায়িত্ব নেওয়ার সময়, ‘না স্বাভাবিক আমি অলমোস্ট নয়-দশ বছর ক্রিকেট খেলতেছি। সো ওইটুক অভিজ্ঞতা তো হয়েছে দায়িত্ব নেওয়ার, তো এখন না আর কবে সুযোগ পেলে। আমি বলতেছি যে দায়িত্ব নেওয়ার সময় এসেছে। এই জিনিসটা এই না যে প্রতি ম্যাচের দায়িত্ব নিতে হবে আমাকে। আমি মানুষ আমার ভুল হতে পারে।’

এসএইচ/এফআই

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *