লাইভপ্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন আমেরিকানরা

লাইভপ্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ঢাকা পোস্টের লাইভ ব্লগে স্বাগত। আমেরিকানরা যেভাবেই ভোট দেন না কেন, দেশটির স্থানীয় সময় মঙ্গলবার তৈরি হবে এক ইতিহাস। ভোটাররা হয় এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন যিনি দেশের ইতিহাসে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরবেন অথবা এমন একজনকে যিনি দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হবেন। বিশ্বের প্রভাবশালী এই দেশের নির্বাচনের খুঁটিনাটি জানতে আমাদের সঙ্গে থাকুন…

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ঢাকা পোস্টের লাইভ ব্লগে স্বাগত। আমেরিকানরা যেভাবেই ভোট দেন না কেন, দেশটির স্থানীয় সময় মঙ্গলবার তৈরি হবে এক ইতিহাস। ভোটাররা হয় এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন যিনি দেশের ইতিহাসে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরবেন অথবা এমন একজনকে যিনি দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হবেন। বিশ্বের প্রভাবশালী এই দেশের নির্বাচনের খুঁটিনাটি জানতে আমাদের সঙ্গে থাকুন…

সব অপেক্ষা শেষে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) মধ্যরাতে শুরু হয় ভোটাভুটি। দেশটির নাগরিকরা বিশাল এক ব্যালটে ভোট দিয়ে থাকেন। যা পূরণ করতে ১০ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামী বলেছেন, আমেরিকার তরুণ জনগোষ্ঠী ক্রমবর্ধমান হারে ডোনাল্প ট্রাম্পের দিকে ঝুঁকেছেন। এই জনগোষ্ঠীর ভোট এবারের নির্বাচনে ব্যাপক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেছেন তিনি। মঙ্গলবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়েছে। ২৪ কোটি ২০ লাখের বেশি মানুষ এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্র্যাট দলীয় কমালা হ্যারিসের মাঝে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।

নিজেদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্টের ক্ষমতা পরিবর্তন এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য জয়ের জন্য নিজেকে প্রস্তুত করছে ইউরোপীয় দেশগুলের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সোমবার স্থানীয় সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড র‌্যাপিডস এলাকায় নির্বাচনী প্রচারণা শেষ করেছেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ব্যস্ত প্রচারণা শেষে সেখান থেকে মঙ্গলবার সকালে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় পৌঁছেছেন তিনি। আর কিছুক্ষণের মধ্যে ফ্লোরিডার ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া কথা রয়েছে সাবেক এই প্রেসিডেন্টের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কানেকটিকাট, নিউ জার্সি, নিউইয়র্ক, নিউ হ্যাম্পশায়ার এবং ভার্জিনিয়া-সহ আটটি রাজ্যের ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে স্থানীয় সময় সকাল ৬টায়। এছাড়া দেশটির ইনডিয়ানা ও কেন্টাকি অঙ্গরাজ্যেও সকাল ৬টায় ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় কিছু রাজ্যে সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।

দেশটির মেইন রাজ্যের প্রায় সব ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে সকাল ৬টায়। তবে দেশটির যেসব শহরের ভোটকেন্দ্রে ভোটার ৫০০ জনের কম রয়েছে, সেসব এলাকার ভোটকেন্দ্র স্থানীয় ১০টায় খুলে দেওয়া হবে।

এর আগে, যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ছোট্ট শহর ডিক্সভিল নচের একটি ভোটকেন্দ্রে মধ্যরাতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার মধ্যরাতের পরপরই ওই ভোটকেন্দ্রে নিবন্ধিত ছয়জন ভোটার নির্বাচনে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোট শেষে গণনায় দেখা গেছে, ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমালা হ্যারিস ও রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প সমসংখ্যক ভোট পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভারমন্টে মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভারমন্টের গ্রিন মাউন্টেন এলাকায় ভোর ৫টায় ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে। আজ রিপাবলিকান দলীয় সাব্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলীয় কমলা হ্যারিসের মাঝে যেকোনও একজনকে বেছে নেবেন মার্কিন ভোটাররা।

 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *