লন্ডনে বিবিসিখ্যাত ৫ প্রয়াত সাংবাদিককে স্মরণ

লন্ডনে বিবিসিখ্যাত ৫ প্রয়াত সাংবাদিককে স্মরণ

লন্ডনে সহকর্মীদের আবেগঘন স্মৃতিচারণের মাধ্যমে গভীর শ্রদ্ধায় ও ভালোবাসায় লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে স্মরণ করা হলো ব্রিটিশ বাঙালি পাঁচজন বিশিষ্ট সাংবাদিককে। তারা হলেন– ঊর্মি রহমান, গোলাম কাদের, কাদের মাহমুদ, গোলাম মুর্শিদ ও শাহীন জামান।

লন্ডনে সহকর্মীদের আবেগঘন স্মৃতিচারণের মাধ্যমে গভীর শ্রদ্ধায় ও ভালোবাসায় লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে স্মরণ করা হলো ব্রিটিশ বাঙালি পাঁচজন বিশিষ্ট সাংবাদিককে। তারা হলেন– ঊর্মি রহমান, গোলাম কাদের, কাদের মাহমুদ, গোলাম মুর্শিদ ও শাহীন জামান।

শুক্রবার (১৮ অক্টোবর) লন্ডন বাংলা প্রেসক্লাব আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জুবায়ের ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ।

প্রয়াত সাংবাদিকদের কর্মজীবন ও ব্যক্তিগত সম্পর্কের স্মৃতি তুলে ধরে বক্তব্য দেন মুহিব চৌধুরী, কামাল আহমেদ, দানেশ আহমেদ, খুররম মতিন, নবাব উদ্দিন, জাকি রেজওয়ানা আনোয়ার, মোস্তফা কামাল মিলন, শামসুল আলম লিটন, মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, ব্যারিস্টার তারেক চৌধুরী ও জাহেদী ক্যারোল প্রমুখ।

প্রয়াত এ পাঁচজন বিশিষ্ট সাংবাদিককে নিয়ে স্মরণসভায় বক্তারা বলেন, তারা প্রত্যেকেই ছিলেন বিবিসিখ্যাত সাংবাদিক। বিবিসি বাংলা বিভাগে কাজ করে সুনাম অর্জন করেন তারা।

একইসঙ্গে লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক জনমত ও নতুন দিনের প্রকাশনায়ও তাদের অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সহকর্মীদের স্মৃতিকথায় উঠে আসে বিলেতে বাংলা ভাষার চর্চা ও বিকাশে এবং বাংলা সাহিত্য ও বাঙালি সংস্কৃতির প্রচার ও প্রসারে তাদের তাৎপর্যপূর্ণ ভূমিকার কথা। এ পাঁচজন স্বনামধন্য সাংবাদিক সম্প্রতি অল্প সময়ের ব্যবধানে মৃত্যুবরণ করেন।

তাদের বক্তব্যে উঠে আসে প্রয়াত পাঁচ সাংবাদিকের কর্মনিষ্ঠা, বন্ধুত্ব, সহকর্মীদের প্রতি গভীর আন্তরিকতা, শ্রদ্ধাবোধ এবং বাংলা ভাষার প্রতি তাদের মমতার কথা। এসময় ব্যক্তিগত স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিবিসি বাংলার সাবেক সাংবাদিক কামাল আহমেদ বলেন, মূলত পাঁচজন নয়, সৈয়দ আফসার উদ্দিনসহ বিবিসি বাংলার ছয়জন প্রয়াত সাংবাদিকের মধ্যে একটি বিষয়ে অভিন্ন মিল ছিল, আর তা হলো— ব্রিটেনে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা ও প্রসারে তারা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন। গোলাম মুরশিদ তার সাহিত্যকর্মের মাধ্যমে বাংলা ভাষার প্রসারে বিশেষ ভূমিকা রাখেন। শাহীন জামান শিল্পচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সাপ্তাহিক জনমতের সাবেক সম্পাদক নবাব উদ্দিন বলেন, গোলাম মুরশিদ বাংলার পণ্ডিত ছিলেন। মালবারি স্কুলের বাংলা বিভাগের প্রধান থাকাকালে তিনি মালবারি গুচ্ছ প্রকাশ করেন, যা বাংলা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাপ্তাহিক জনমত এ মালবারি গুচ্ছ প্রকাশের দায়িত্ব পালন করে। বইগুলো বাঙালির জীবন কাহিনী নিয়ে সরল ভাষায় রচিত। একইসঙ্গে তিনি বাংলা ও ইংরেজিতে অভিধান রচনা করেন। তিনি কালাপানির হাতছানি নামে একটি বই লেখেন, যা বিতর্কের সৃষ্টি করে।

ঊর্মি রহমান সম্পর্কে নবাব উদ্দিন বলেন, তার সঙ্গে আমার আত্মার সম্পর্ক ছিল। কাদের মাহমুদ সম্পর্কে তিনি বলেন, জনমতে থাকাকালে কাদের মাহমুদ সাহিত্য পাতা চালু করে লন্ডনে বাংলা সাহিত্য চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি পঞ্চাশটির মতো বই রচনা করেন। এছাড়াও তার রচিত গানের সংখ্যা পাঁচ শতাধিক।

সাপ্তাহিক পত্রিকার সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী প্রয়াত সাংবাদিক গোলাম কাদের সম্পর্কে বলেন, তার প্রতি বিলেতের বাংলা গণমাধ্যমকর্মীদের অনেক ঋণ রয়েছে। বাংলা কাগজগুলোতে বাংলা ফন্ট ব্যবহারের কাজটি তিনি খুব সহজ করে দেন। তিনি আমাদেরকে শিখিয়ে দেন কীভাবে সহজে বাংলা ফন্ট ব্যবহার করা যায়।

সভায় কবিতা পাঠ করেন ঊর্মি মাযহার ও সারওয়ার-ই আলম। শেষে পাঁচজন সাংবাদিকের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *