লক্ষ্মীপুরে খালের তীব্র স্রোতে ভাঙনের মুখে মসজিদসহ বিস্তীর্ণ জনপদ

লক্ষ্মীপুরে খালের তীব্র স্রোতে ভাঙনের মুখে মসজিদসহ বিস্তীর্ণ জনপদ

লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় ওয়াপদা খালের তীব্র স্রোতে ভাঙনের মুখে পড়েছে মসজিদ-বসতঘরসহ বিস্তীর্ণ জনপদ। এ ভাঙনে ঝুঁকিতে আছে মান্দারী ইউনিয়নের পশ্চিম মান্দারী গ্রামের মিয়াজান পাটোয়ারী বাড়ি জামে মসজিদ ও চাঁদখালী-আমিন বাজার সড়ক।

লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় ওয়াপদা খালের তীব্র স্রোতে ভাঙনের মুখে পড়েছে মসজিদ-বসতঘরসহ বিস্তীর্ণ জনপদ। এ ভাঙনে ঝুঁকিতে আছে মান্দারী ইউনিয়নের পশ্চিম মান্দারী গ্রামের মিয়াজান পাটোয়ারী বাড়ি জামে মসজিদ ও চাঁদখালী-আমিন বাজার সড়ক।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে মসজিদ ও রাস্তাসহ আশপাশের এলাকা রক্ষায় দ্রুত বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা।

এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক গোলাম সারোওয়ার স্বপন পাটওয়ারী, মিয়াজান পাটোয়ারী বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মফিজুর রহমান পাটোয়ারী ও মান্দারী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন পাটওয়ারী প্রমুখ।

বক্তারা জানান, ওয়াপদা খাল মসজিদ থেকে প্রায় ২০০ ফুট দূরে দক্ষিণে ছিল। দীর্ঘ ৪ বছর ধরে খালটি ভেঙে চওড়া হয়ে পড়েছে। ইতোমধ্যে ভাঙনে মসজিদের শৌচাগার খালের পেটে গেছে। কোনোমতে বালুভর্তি বস্তা ও বাঁশসহ গাছের খুঁটি দিয়ে জঙ্গলা বাঁধ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে মসজিদের দেয়ালের সঙ্গে সংযুক্ত ওযুখানা ঘেঁষে ভাঙন এসে ঠেকেছে। তবে খালের তীব্র স্রোতের কারণে ভাঙনে যেকোনো সময় মসজিদটি বিলীন হয়ে যেতে পারে। তাই ভাঙন রোধে দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগ ডাম্পিং অথবা ব্লক দিয়ে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মান্দারী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন পাটওয়ারী বলেন, দীর্ঘ ১৫ দিন ধরে ওয়াপদা খালের তীব্র স্রোতে আমাদের গ্রামের বিভিন্ন এলাকা ভেঙে তলিয়ে যাচ্ছে। এ ভাঙন রোধে দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগ ডাম্পিংসহ ব্লক দিয়ে বাঁধ নির্মাণ করা প্রয়োজন। সেটি না হলে বিস্তীর্ণ জনপদ ভেঙে বিলীন হয়ে যেতে পরে। এমনটা হলে এলাকার মানুষজনের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান বলেন, ওয়াপদা খালে তীব্র স্রোত থাকায় বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে ভাঙন রোধে বিভিন্ন এলাকায় খালে জিওব্যাগ ডাম্পিং করা হয়েছে। মিয়াজান পাটওয়ারী মসজিদটি রক্ষায় সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

হাসান মাহমুদ শাকিল/এফআরএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *