ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) দায়িত্ব থাকছে ভিভিএস লক্ষ্মণের কাঁধেই। তার সঙ্গে তিন বছরের চুক্তি করেছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)। যা শেষ হবে সেপ্টেম্বরে। তার পর আরও এক বছর দায়িত্বে থাকবেন লক্ষ্মণই।
ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) দায়িত্ব থাকছে ভিভিএস লক্ষ্মণের কাঁধেই। তার সঙ্গে তিন বছরের চুক্তি করেছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)। যা শেষ হবে সেপ্টেম্বরে। তার পর আরও এক বছর দায়িত্বে থাকবেন লক্ষ্মণই।
আইপিএলের একটি দল লক্ষ্মণকে কোচিংয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে থাকায় তার পক্ষে কোচ হওয়া সম্ভব হয়নি। আপাতত লক্ষ্মণের সঙ্গে সিতাংশু কোটাক, সাইরাজ বাহুতুলে এবং হৃষীকেশ কানিতকরও থাকছেন জাতীয় অ্যাকাডেমিতে।
বেঙ্গালুরুতে নতুন জাতীয় অ্যাকাডেমি তৈরি করা হয়েছে। ২০২২ সালে সেটা তৈরির কাজ শুরু হয়েছিল। যদিও ১৪ বছর আগে কর্ণাটক সরকারের থেকে জমি নেওয়া হয়েছিল। ৯৯ বছরের জন্য লিজ় দেওয়া হয়েছিল। সেখানে ১০০টি পিচ তৈরি করা হবে। ৪৫টি ইন্ডোর পিচ থাকবে।
সেই সঙ্গে আধুনিক রিহ্যাব সেন্টার, লজ, অলিম্পিক্স মাপের সুইমিং পুল থাকবে। পরের বছর শুরুর দিকে পুরোপুরি তৈরি হয়ে যাবে এই জাতীয় অ্যাকাডেমি। মনে করা হচ্ছে সেই কারণেই লক্ষ্মণকে রেখে দেওয়া হল।
রাহুল দ্রাবিড় ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এনসিএ-র দায়িত্ব দেওয়া হয় লক্ষ্মণকে। এর মাঝে তিনি ভারতীয় দলের অন্তর্বতীকালীন কোচও হয়েছিলেন। দ্রাবিড়কে বিশ্রাম দিলে লক্ষ্মণকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল।
এইচজেএস