রোহিত-কোহলিদের ছাড়াই বাংলাদেশের বিপক্ষে নামবে ভারত

রোহিত-কোহলিদের ছাড়াই বাংলাদেশের বিপক্ষে নামবে ভারত

বাংলাদেশ ক্রিকেট দল এখন ব্যস্ত পাকিস্তানে। নিজেদের অনুশীলন শেষে ২১ আগস্ট থেকে মুখোমুখি হবে প্রথম টেস্টে। এরপরের অ্যাসাইনমেন্ট ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। সময়ের হিসাবে কিছুটা দেরি থাকলেও ভারত এখন থেকেই পরিকল্পনা সাজিয়ে নিচ্ছে বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজকে সামনে রেখে। টাইগারদের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে দলের বেশকিছু সিনিয়র ক্রিকেটারের বিশ্রামের গুঞ্জনও আছে। 

বাংলাদেশ ক্রিকেট দল এখন ব্যস্ত পাকিস্তানে। নিজেদের অনুশীলন শেষে ২১ আগস্ট থেকে মুখোমুখি হবে প্রথম টেস্টে। এরপরের অ্যাসাইনমেন্ট ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। সময়ের হিসাবে কিছুটা দেরি থাকলেও ভারত এখন থেকেই পরিকল্পনা সাজিয়ে নিচ্ছে বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজকে সামনে রেখে। টাইগারদের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে দলের বেশকিছু সিনিয়র ক্রিকেটারের বিশ্রামের গুঞ্জনও আছে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফেরার পরেই গুঞ্জন ছিল বিশ্রামে থাকবেন রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ ও বিরাট কোহলিদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তবে নতুন কোচ গৌতম গম্ভীরের চাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন কোহলি ও রোহিত। অবশ্য বুমরাহ ছিলেন না টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের কোথাও। 

জাতীয় দলের খেলা না থাকায় ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ দুলিপ ট্রফি খেলার। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়ে দিয়েছে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ঘরোয়া আসরে খেলতে হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের। যদিও এখানে বাড়তি সুবিধা পাচ্ছে কোহলি এবং রোহিতের মত সিনিয়ররা। এমনকি ছুটির মেয়াদ বাড়তেও পারে তাদের। 

সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজেও বিশ্রামে থাকবেন  বুমরাহ, কোহলি, রোহিতরা। যার কারণ হিসেবে দেখানো হয়েছে ব্যস্ত মৌসুম। বাংলাদেশ সিরিজ শেষ হতেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট খেলবে ভারত। এরপর ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবেন রোহিতরা। সেই দুটি সিরিজকে গুরুত্ব দিয়েই এমন সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই।

দুলিপ ট্রফির দিকেও অবশ্য বিশেষভাবে নজর রাখবেন ভারতীয় ক্রিকেটের নির্বাচকরা। বেশকিছু ক্রিকেটারের আন্তর্জাতিক অঙ্গনে ফেরার উপলক্ষ্য হতে পারে চার দলের এই টুর্নামেন্ট। ইনজুরির কারণে চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে চারটিই খেলতে পারেননি লোকেশ রাহুল। এই আসরেই নিজেকে প্রমাণের সুযোগ তিনি পাবেন।   

২০২২ সালের ডিসেম্বরে গাড়ি দূর্ঘটনার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছেন ঋষভ পান্ত। সাদা বলের ক্রিকেটে নিয়মিত হয়েছেন। জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। তবে ৫ দিনের ক্রিকেট খেলা হয়নি তার। টেস্টে ফিট থাকছেন কি না সেটা যাচাই করা হবে এখানেই। 

দুলিপ ট্রফিতে খেলতে দেখা যাবে শুভমান গিল, যশস্বী জয়সাওয়াল, সরফরাজ খান, সূর্যকুমার যাদব, রজত পাতিদারদের মতো ক্রিকেটারদের দেখা যাবে। এদিকে ম্যাচ খেলতে দেখা যেতে পারে মোহাম্মদ শামিকেও। ২০২৩ সালের নভেম্বরের পর থেকে মাঠের বাইরে থাকা ডানহাতি এই পেসার জাতীয় দলে ফিরতে পারেন বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে।

জেএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *