রাতের বেলা কুকুরের ডাক শুনলে কী করবেন?

রাতের বেলা কুকুরের ডাক শুনলে কী করবেন?

আল্লাহ তায়ালার সৃষ্টি বৈচিত্র্যের অন্যতম প্রাণী জগত। প্রাণীর এতো এতো ধরন রয়েছে পৃথিবীতে যা মানুষকে প্রতি মুহূর্তে বিস্মিত করে। প্রাণিজগতকে পৃথক জাতিসত্তার স্বীকৃতি দিয়ে কোরআনে বলেন, ‘পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতো একেক জাতি।’ (সুরা আনআম, আয়াত : ৩৮)

আল্লাহ তায়ালার সৃষ্টি বৈচিত্র্যের অন্যতম প্রাণী জগত। প্রাণীর এতো এতো ধরন রয়েছে পৃথিবীতে যা মানুষকে প্রতি মুহূর্তে বিস্মিত করে। প্রাণিজগতকে পৃথক জাতিসত্তার স্বীকৃতি দিয়ে কোরআনে বলেন, ‘পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতো একেক জাতি।’ (সুরা আনআম, আয়াত : ৩৮)

প্রাণী জগত নিয়ে মানুষের আগ্রহ রয়েছে চরম মাত্রায়। ভয়ঙ্কর সব প্রাণীও এখন বশে এনে পুষছেন অনেকেই। শখের বসে পোষা প্রাণীর তালিকায় কুকুর রয়েছে শীর্ষ অবস্থানে। কুকুর সম্পর্কে ইসলামের বিভিন্ন নির্দেশনা রয়েছে। কোনো প্রয়োজন ছাড়া কুকুর পোষার প্রতি নিরুৎসাহিত করা হয়েছে ইসলামে।

রাসূলুল্লাহ সা. বলেছেন, ‘যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু পাহারা অথবা শস্যক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া— কুকুর লালন-পালন করে, প্রতিদিন ওই ব্যক্তির দুই কিরাত পরিমাণ নেকি কমে যায়।’ (মুসলিম, হাদিস : ১৫৭৫; তিরমিজি, হাদিস : ১৪৮৭)

অন্য হাদিসে আছে, ‘এক কিরাত হলো, উহুদ পাহাড় সমপরিমাণ।’ (মুসনাদে আহমদ, হাদিস : ৪৬৫০)

কুকুরকে প্রভুভক্ত প্রাণী বলা হয়। অল্পতেই মালিকের আনুগত্য পোষন করে কুকুর। তার এই গুণের খ্যাতি দুনিয়া জুড়ে। কুকুরকে অনেকে ভয়ও পায়। বিরক্তও হয় কুকুরের ডাকে। বিশেষত রাতে কুকুরের ডাকে ঘুমের সমস্যা হয় অনেকের। অনেকে আতঙ্কিতও হন। 

রাতে বেলা কুকুরের ডাক শুনলে আতঙ্কিত না হয়ে এই দোয়াটি পড়া যেতে পারে—

أَعُوْذُ بِا للَّهِ অথবা أَعُوْذُ بِا للَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

উচ্চারণ : আ’ঊযু বিল্লাহ অথবা আ’ঊযু বিল্লা-হি মিনাশ শায়ত্বা-নির রজীম।

অর্থ : আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। (তিরমিজি, হাদিস : ৫১০৩)

এই দোয়ার বিষয়ে বর্ণিত হয়েছে,

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ عَبْدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا سَمِعْتُمْ نُبَاحَ الْكِلَابِ، وَنَهِيقَ الْحُمُرِ بِاللَّيْلِ، فَتَعَوَّذُوا بِاللَّهِ فَإِنَّهُنَّ يَرَيْنَ مَا لَا تَرَوْنَ

হজরত জাবির ইবনু আব্দুল্লাহ রা. সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেলে ‘আউযুবিল্লাহ’ বলবে। কারণ, তারা (কুকুর ও গাধা) যা দেখতে পায় তোমরা তা দেখতে পাও না। (আবু দাউদ, হাদিস : ৫১০৫; আহমাদ, হাদিস : ১৪২৮৩)

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *