নতুন আঙ্গিকে সোমবার (২৬ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিট থেকে নিয়মিত সম্প্রচার শুরু করছে ‘সময়’ টেলিভিশন।
নতুন আঙ্গিকে সোমবার (২৬ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিট থেকে নিয়মিত সম্প্রচার শুরু করছে ‘সময়’ টেলিভিশন।
এর আগে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী গত ১৯ আগস্ট থেকে সাত দিনের জন্য স্যাটেলাইটে সময় টিভির সম্প্রচার বন্ধ ছিল। আজ সোমবার সেই বন্ধের সাত দিনের মেয়াদ শেষ হচ্ছে রাত ১১ টা ৫৯ টা মিনিটে। তখন থেকেই চালু হবে সময় টেলিভিশন।
এ বিষয়ে সময় মিডিয়া লিমিটেডের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম ঢাকা পোস্টকে বলেন, আজ রাত থেকে সময় টিভি সম্প্রচারে আসছে। এতে আইনগত কোনো বাধা নেই। আমরা শুনানিতে আপিল বিভাগে বলেছি, সাত দিনের বেশি সময় টিভি বন্ধ রাখার বিষয়ে আমরা আবেদন করব না।
জানা গেছে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় সময় টিভিকে আরও সামনে এগিয়ে নিতে পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শম্পা রহমান।
নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় সময় টিভিকে জনমানুষের কাছে নতুন রূপে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে কাজ করা হবে বলে জানিয়েছে নতুন পরিচালনা পর্ষদ। প্রসঙ্গত, ২০১১ সালের ১৭ এপ্রিল ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে সময় টিভি।
এমএইচএন/এমএইচডি/কেএ