রাজবাড়ীর গোয়ালন্দে অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে চরমপন্থি দলের নেতা সুশিল কুমার সরকার (৫৫) কে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাটাখালী এলাকার ইমদাদুলের চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে।
রাজবাড়ীর গোয়ালন্দে অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে চরমপন্থি দলের নেতা সুশিল কুমার সরকার (৫৫) কে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাটাখালী এলাকার ইমদাদুলের চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে।
নিহত সুশিল গোয়ালন্দ উপজেলার ভোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মনিন্দ্রনাথ সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুশিল সন্ধ্যার আগে ফরিদপুর থেকে এসে উপজেলার কাটাখালী এলাকার ইমদাদুলের চায়ের দোকানের পাশে চা পান করছিলেন। ওই সময় তাকে কুপিয়ে ও গুলি করে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরে লোকজন মরদেহ পড়ে থাকতে দেখে তার ভাই সুনিল কুমার সরকারকে খবর দেন। পরে সুনিল সুশিলকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুশিলকে মৃত ঘোষণা করেন।
নিহত সুশিলের ভাই সুনিল কুমার সরকার বলেন, চরমপন্থিরা অভ্যন্তরীণ কোন্দলের জেরে তাকে কুপিয়ে ও এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায়। লোকজনের কাছে শুনে তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, সুশিল কুমার সরকারের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় তিনটি অস্ত্র ও দুটি হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড সেটি খতিয়ে দেখা হচ্ছে।
রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন জানান, সুশিল এ অঞ্চলের একজন চিহ্নিত চরমপন্থি নেতা। ধারণা করা হচ্ছে চরমপন্থিদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কি না তা তদন্ত শেষে বলা যাবে।
মীর সামসুজ্জামান সৌরভ/এসএসএইচ