রাজনীতিতে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই : ফজলুল করীম

রাজনীতিতে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই : ফজলুল করীম

রাজনীতিতে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের কোন ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

রাজনীতিতে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের কোন ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী জেলার বালিয়াকান্দির কেন্দ্রীয় ইদগাহ ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বালিয়াকান্দি উপজেলার শাখার আয়োজিত গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বলেন, গত ৫ আগস্টের পর দেশের প্রশাসন ভেঙে পড়েছে, নাজুক হয়ে পড়েছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সংখ্যালঘুদের মন্দির পাহারা দিয়েছে এবং সেই নিউজ ভারতের আনন্দবাজার পত্রিকায় ছবিসহ ছাপা হয়েছে। আর তখন আমরা দেখেছি শহীদ ভাইদের রক্তের দাগ তখনো মুছেনি, মা-বোনদের চোখের অশ্রু শুকায়নি, তখন এক শ্রেণির মানুষ নেমেছিল লুটপাট করার জন্য, চাঁদাবাজি করার জন্য, তাদেরকেও এ দেশ থেকে উৎখাত করতে হবে।

তিনি আরও বলেন, দেশে শতকরা বিরান্নবই শতাংশ মুসলমান বসবাস করে, যেই দেশের রাজধানী ঢাকাকে মসজিদের নগরী বলা হয়, যে দেশে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙ্গে, আজানের শব্দে মায়ের কোলে ঘরে ফিরে যায়। সেই দেশে শান্তি যদি দেখতে চান, শান্তি যদি পেতে চান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী নীতি-আদর্শের বাইরে শান্তি আশা করা অযৌক্তিক। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মুক্তি রইস উদ্দিনের সভাপতিত্বে ও বালিয়াকান্দি শাখার সেক্রেটারি মাওলানা নাজিবুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী সংসদের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ।

বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুফতি শামসুল হুদা, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক কারী আবু ইউসুফ, ইসলামি আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মীর সামসুজ্জামান সৌরভ/এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *