রাঙামাটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে কার্যক্রম শুরু

রাঙামাটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে কার্যক্রম শুরু

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও সরকার পতনের পরবর্তী পরিস্থিতিতে দীর্ঘ একমাস বন্ধ ছিল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। অবশেষে আজ (রোববার) থেকে বিশ্ববিদ্যালয়সহ পুরোদমে খুলেছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান।

রোববার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে গত ৭ আগস্ট থেকে স্কুলকলেজ ও মাদরাসা খোলা হলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুব কম। নিরাপত্তা শঙ্কায় সন্তানদের স্কুলে পাঠাননি অনেক অভিভাবকরা।

আজ সকালে শহরের স্কুল কলেজগুলো ঘুরে দেখা যায়, প্রতিটি শ্রেণিকক্ষে শিক্ষার্থী উপস্থিতি ছিল ভালো।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট থেকে সব শ্রেনি কার্যক্রম চলছে। এই কয়েকদিন শিক্ষার্থী কম থাকলেও আজ বৃষ্টি উপেক্ষা করেই শিক্ষার্থীদের উপস্থিতি ভালো ছিল। চলেছে পুরোদমে শ্রেণি কার্যক্রম। দীর্ঘদিন পর স্কুলে ফিরে আপ্লুত শিক্ষার্থীরা।

রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সবুজ চাকমা বলেন, অনেকদিন পর স্কুলে আসতে পেরে ভালো লাগছে। সব বন্ধু এবং শিক্ষকদের সঙ্গে দেখা হয়েছে। ক্লাসেও শিক্ষকরা পড়িয়েছেন।

রাঙামাটি মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে, জেলায় মাধ্যমিক বিদ্যালয় ১৫৬টি, মাদরাসা ১৬টি ও কলেজ ১৬টি। 

শুধু উচ্চ মাধ্যমিকই না, রাঙামাটি মেডিকেল কলেজ ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরও শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। খুলে দেওয়া হয়েছে আবাসিক হলগুলো।

মিশু মল্লিক/এফআরএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *