রাঙামাটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে শহরের নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে তাদের সড়কে অবস্থান করতে দেয়নি পুলিশ। সড়কে অবস্থান করতে না পেরে ফিরে যাওয়ার সময় হাসপাতাল এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
রাঙামাটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে শহরের নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে তাদের সড়কে অবস্থান করতে দেয়নি পুলিশ। সড়কে অবস্থান করতে না পেরে ফিরে যাওয়ার সময় হাসপাতাল এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা অভিযোগ করেন, ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী অতর্কিত হামলা করলে ৭-৮ জন শিক্ষার্থী আহত হয়ে রাঙামাটি হাসপাতালে চিকিৎসা নেন। পরে পুলিশ আহতদের হাসপাতাল থেকে উদ্ধার করে বাসায় ফিরিয়ে দেয়।
রোববার (৪ আগস্ট) সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছে, এমন সংবাদ পেয়ে ছাত্রলীগের একটি মিছিল নিউ মার্কেট এলাকায় প্রদক্ষিণ করে। এ সময় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে, অসহযোগ আন্দোলনকে ঘিরে শহরের সবকিছুই স্বাভাবিক লক্ষ্য করা গেছে। শহরের একমাত্র যান অটোরিকশা চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়েছে।
অন্যদিকে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোশারফ হোসেন খান জেলাবাসীকে গুজবে কান না দিয়ে সতর্ক ও সন্তানদের নিরাপদে বাসায় রাখার আহ্বান জানান।
মিশু মল্লিক/কেএ