রবীন্দ্রসংগীত বিতর্কে মুখ খুললেন ক্রুষ্ণা

রবীন্দ্রসংগীত বিতর্কে মুখ খুললেন ক্রুষ্ণা

জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘কপিল শর্মা শো’-এ রবীন্দ্রসংগীত ব্যঙ্গ করা ইস্যুতে ফের বিনোদন জগতে তোলপাড়। ‘একলা চলো’র রবীন্দ্রসংগীত ব্যঙ্গ করার অভিযোগ উঠেছে অভিনেতা ক্রুষ্ণা অভিষেকের বিরুদ্ধে। 

জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘কপিল শর্মা শো’-এ রবীন্দ্রসংগীত ব্যঙ্গ করা ইস্যুতে ফের বিনোদন জগতে তোলপাড়। ‘একলা চলো’র রবীন্দ্রসংগীত ব্যঙ্গ করার অভিযোগ উঠেছে অভিনেতা ক্রুষ্ণা অভিষেকের বিরুদ্ধে। 

এ ঘটনায় অনুষ্ঠানের আয়োজকদের সাতদিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন কবি শ্রীজাত। এই ইস্যুতে এবার মুখ খুললেন অভিনেতা ক্রুষ্ণা। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন বলা হয়েছে, কাউকে আঘাত করতে চাননি অভিনেতা। বিনোদনই ছিল পারফরম্যান্সের উদ্দেশ্য। তার কথায় কেউ আঘাত পেলে তার জন্য দুঃখিত।

ক্রুষ্ণা অভিষেক বলেন, ‘আমরা বিনোদনের জন্য পারফর্ম করি। কাউকে আঘাত করা উদ্দেশ্য ছিল না। কেউ যদি আমার আচরণে আঘাত পান, তাহলে আমি অত্যন্ত দুঃখিত। এ নিয়ে ক্রিয়েটিভ টিমের সঙ্গে কথা বলব। দেখা যাক, কী হয়।’

শ্রীজাত পোস্টের মাধ্যমেই কপিল শর্মা শো-এ রবীন্দ্রসংগীত নিয়ে ব্যঙ্গের বিষয়টি এতটা প্রকাশ্যে এসেছে। দিন পাঁচেক আগে নেটফ্লিক্সে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন পর্বে দেখা যায়, অতিথিদের মধ্যে অভিনেত্রী কাজল ও কৃতী স্যানন রয়েছেন। 

পর্বের মাঝামাঝি সময়ে কপিলের এক সহকারী শিল্পী বা কৌতুকাভিনেতা ক্রুষ্ণা অভিষেক উপস্থিত হন এবং কাজলকে বাঙালি বংশোদ্ভুত হিসেবে পেয়ে রবীন্দ্রনাথের ‘একলা চলো’ গানের কথা নিয়ে মশকরা শুরু করেন। কাজলকে প্রায় পরামর্শের সুরেই ক্রুষ্ণা বলেছিলেন, ‘একলা নয়, সবসময় কয়েকজনের সঙ্গেই চলতে হবে।’

সেইসঙ্গে তার শরীরী ভাষাও কুৎসিত ছিল বলে পোস্টে অভিযোগ করেন শ্রীজাত। কর্তৃপক্ষের কাছে তিনি সাতদিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি করেন। অন্যথায় আইনি পদক্ষেপের কথাও বলেন। শ্রীজাতের সমর্থনে সুর চড়ান টলি ইন্ডাস্ট্রির পরিচালক-সহ বিশিষ্টরাও। 

এমআইকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *