রঞ্জি ট্রফি খেলেই ভারতীয় উইকেটরক্ষকের অবসরের ঘোষণা

রঞ্জি ট্রফি খেলেই ভারতীয় উইকেটরক্ষকের অবসরের ঘোষণা

মহেন্দ্র সিং ধোনির অবসরের পর টেস্টে ভারতের বড় ভরসা হয়ে ছিলেন তিনি। ঋশাভ পান্তের আগমনের আগে পর্যন্ত ঋদ্ধিমান সাহাই ছিলেন ভারতের নিয়মিত উইকেটরক্ষক। তবে বয়সের সঙ্গে সঙ্গে ধীরে ব্রাত্য হয়ে পড়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু, এখনো রঞ্জি ট্রফিতে বাংলার রাজ্য দলের নিয়মিত মুখ এই ক্রিকেটার। নিউজিল্যান্ডের কাছে ভারতের হারের কয়েক ঘণ্টা পরেই ঋদ্ধিমান সাহা জানালেন, রঞ্জি ট্রফির চলতি মৌসুমটা শেষ করেই কিপিং গ্লাভসটা খুলে রাখতে চান তিনি। 

মহেন্দ্র সিং ধোনির অবসরের পর টেস্টে ভারতের বড় ভরসা হয়ে ছিলেন তিনি। ঋশাভ পান্তের আগমনের আগে পর্যন্ত ঋদ্ধিমান সাহাই ছিলেন ভারতের নিয়মিত উইকেটরক্ষক। তবে বয়সের সঙ্গে সঙ্গে ধীরে ব্রাত্য হয়ে পড়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু, এখনো রঞ্জি ট্রফিতে বাংলার রাজ্য দলের নিয়মিত মুখ এই ক্রিকেটার। নিউজিল্যান্ডের কাছে ভারতের হারের কয়েক ঘণ্টা পরেই ঋদ্ধিমান সাহা জানালেন, রঞ্জি ট্রফির চলতি মৌসুমটা শেষ করেই কিপিং গ্লাভসটা খুলে রাখতে চান তিনি। 

চলতি বছরেই ৪০ বছরে পা রাখবেন ঋদ্ধিমান সাহা। শরীর আর খুব একটা সঙ্গ দিচ্ছে না তাকে। তবু বাংলার হয়ে নিজের শেষ মৌসুমটা খেলতে চান ঋদ্ধি। ভারতের হয়ে ৪০ টেস্ট আর ৯ ওয়ানডে খেলা এই উইকেটরক্ষক ব্যাটার ভারতের হয়ে উইকেটরক্ষক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। কদিন আগেও জাতীয় দলের আশেপাশেই ছিলেন তিনি। 

তবে সাবেক কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা ২০২২ সালের পর থেকে সকল বিবেচনা থেকেই বাদ দিয়েছিলেন তাকে। ঋশভ পান্তের ব্যাকআপ হিসেবে কেএস ভারত এবং ধ্রুব জুড়েলের নামটাই আসছে বেশি। প্রয়োজনে গ্লাভস হাতে নিতে পারেন কেএল রাহুল কিংবা সরফরাজ খানের মতো তারকারাও। লম্বা এই লাইনআপের কারণে অনেকটাই পেছনে পড়ে গিয়েছেন ঋদ্ধিমান সাহা। 

যে কারণে জাতীয় দলে ফেরার আসা বাদ দিয়ে রঞ্জি ট্রফি খেলেই বিদায় বলতে আগ্রহী তিনি। ২০০৭ সাল থেকে শুরু করে দীর্ঘ ১৫ বছর বাংলার হয়ে খেলেছেন ঋদ্ধিমান। এরপর ২০২২ সালে চলে যান ত্রিপুরায়। সেখানে দুই বছর রঞ্জি খেলা শেষে আবার ফিরে আসছেন নিজের চেনা ডেরায়। এখান থেকেই নেবেন অবসর। নিজের এক্স-হ্যান্ডেলে এক পোস্ট নিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই। 

৪০ টেস্ট আর ৯ ওয়ানডে ছাড়াও খেলেছেন ১৭০ আইপিএল ম্যাচ। কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ কিংবা গুজরাট টাইটান্সের হয়ে সময় পার করেছেন ঋদ্ধি। শিরোপাও পেয়েছেন প্রেস্টিজিয়াস এই আসরের। ২০২২ সালে গুজরাটের প্রথম আইপিএল শিরোপাজয়ী দলের একজন ছিলেন ঋদ্ধিমান সাহা। 

সবমিলিয়ে ভারতের হয়ে ৪০ টেস্ট ও ৯ ওয়ানডে খেলা ঋদ্ধিমান সাহা পেয়েছেন ১৩০০ এর বেশি রান। সঙ্গে ছিল ৩ সেঞ্চুরি এবং ৬ হাফ-সেঞ্চুরি। উইকেটের পেছনে নিয়েছেন ৯২ ক্যাচ ও ছিল ১২ স্ট্যাম্পিং।

জেএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *