ফেনীর সোনাগাজীতে অভিযান চালিয়ে দুই যুবদলকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ডাকবাংলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ফেনীর সোনাগাজীতে অভিযান চালিয়ে দুই যুবদলকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ডাকবাংলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোনাগাজী উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেন প্রবীরের ভাই মো. সাইদুর রহমান ও মো. সেলিম। তারা সোনাগাজী উপজেলা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে গ্রেপ্তারকৃত দুই যুবদলকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে ডাকবাংলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, তারা কমিটিতে ছিল কি না আমি নিশ্চিত না। তবে উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেন প্রবীরের সঙ্গে থাকতেন।
সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, যৌথ বাহিনীর অভিযানে আটককৃতদের মধ্যে সেলিমের বিরুদ্ধে সোনাগাজী থানায় হত্যা, অবৈধ অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ মোট সাতটি মামলা রয়েছে। এ ছাড়া মো. সাইদুর রহমানের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তারেক চৌধুরী/এমজেইউ