মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে অত্যাধুনিক বিদেশি পিস্তলসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।
মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে অত্যাধুনিক বিদেশি পিস্তলসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (২৩ অক্টোবর) সকালে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ায় জনৈক বাবলুর বাড়ি পাশ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মহাসিন আলীর ছেলে সাইফুল ইসলাম (৩২), দারিয়াপুর গ্রামের কাওসার আলীর ছেলে এনামুল হক (৩৫) এবং একই গ্রামের মিন্টু আলীর ছেলে সাইফুল ইসলাম (৩০)।
বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মেজর জাহিনের নেতৃত্বে অভিযান চালিয়ে অস্ত্রসহ এই তিনজনকে আটক করা হয়।
মেহেরপুর সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মেজর জাহিনের নেতৃত্বে একটি টিম মুজিবনগর উপজেলার জতারপুর গ্রামের সাইফুল ইসলাম, একই উপজেলার দারিয়াপুর গ্রামের এনামুল হক ও অপর সাইফুল ইসলামকে আটক করে।
আটকের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা অস্ত্রের কথা স্বীকার করেন। তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী শহরের স্টেডিয়ামপাড়া এলাকার ঝটকার ছেলে বাবলুর বাড়ির পাশ থেকে ইতালির তৈরি ম্যাগাজিনসহ একটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করেন।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দিয়ে তাদের মেহেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আকতারুজ্জামান/এএমকে