আসন্ন বাফুফে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক আমলা মেজবাহ উদ্দিনই রয়েছেন। এমন সিদ্ধান্ত হয়েছে বাফুফের আজকের (বৃহস্পতিবার) সভায়। এর আগে ২০০৮, ১২, ১৬ ও ২০ সালে তিনিই প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। মেজবাহ কয়েক মেয়াদে বাফুফের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যানও।
আসন্ন বাফুফে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক আমলা মেজবাহ উদ্দিনই রয়েছেন। এমন সিদ্ধান্ত হয়েছে বাফুফের আজকের (বৃহস্পতিবার) সভায়। এর আগে ২০০৮, ১২, ১৬ ও ২০ সালে তিনিই প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। মেজবাহ কয়েক মেয়াদে বাফুফের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যানও।
তিন সদস্য নিয়ে গড়া নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিনের পাশাপাশি দুই জন নির্বাচন কমিশনার হিসেবে আছেন– এহসানুর রহমান ও সুরাইয়া আক্তার জাহান। গতবার নির্বাচন কমিশনে ছিলেন অ্যাডভোকেট মোতাহের হোসেন সাজু। তাকে এবার রাখেনি বাফুফে।
নির্বাচন কমিশনের পাশাপাশি তিন সদস্যের নির্বাচনী আপিল কমিশনও গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান হয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ড. মো জাকারিয়া। সদস্য হিসেবে রয়েছেন হারুনুর রশীদ ও মিহির সারওয়ার মোর্শেদ।
নির্বাচন কমিশন কয়েক দিনের মধ্যে সভা করবে। সেই সভার পর হবে নির্বাচনী তফসিল। নির্বাচন সংক্রান্ত কোনো জটিলতা বা অভিযোগ থাকলে আপিল কমিশন সেটি নিরসন করবে।
এজেড/এএইচএস