মিশিগানে হিফজ ছাত্রদের সংবর্ধনা 

মিশিগানে হিফজ ছাত্রদের সংবর্ধনা 

আমেরিকার মিশিগানের ডেট্টয়েট বাইতুল মোকাররম মসজিদে হিফজ সম্পন্ন ৪১ জন ছাত্রকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

আমেরিকার মিশিগানের ডেট্টয়েট বাইতুল মোকাররম মসজিদে হিফজ সম্পন্ন ৪১ জন ছাত্রকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে মসজিদের ১৯তম ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়। 

দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। গ্রীষ্ম উপলক্ষ্যে মসজিদ ভিত্তিক কোরআনের হিফজ বিশেষ ক্লাসের চালু করা হয়। এছাড়া, সাপ্তাহিক ছুটির দিনেও হিফজ ক্লাস করার ব্যবস্থা ছিল এ মসজিদে। হিফজ সম্পন্ন বেশিরভাগই স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির ছাত্র। এছাড়া, কয়েকজন ডাক্তার ও ইঞ্জিনিয়ার কোরআনে হিফজ সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। অনুষ্ঠানে হিফজ ছাত্রদের মাঝে সম্মাননা ক্রেস্ট, মেডেল ও বই উপহার তুলে দেন হিফজ ক্লাসের শিক্ষকসহ অনুষ্ঠানের মেহমানরা।

মসজিদ কমিটির প্রেসিডেন্ট ডা.সিরাজুল হকের সভাপতিত্ব খলিাফায়ে মাদানী শায়খে রেঙ্গা (রহ.) এর সুযোগ্য সাহেবজাদা হাফেজ মাওলানা নুরুল ইসলাম সুফিয়ান, কানাডার টরোন্টোর মসজিদ আল আবেদীনের খতিব হাফেজ মাওলানা আসলাম উদ্দিন আল-আজহারী, বাইতুল মোকাররম টাস্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ বকুল, মসজিদ নুরের খতিব মাওলানা আবু সিদ্দিক, এমডা মসজিদের খতিব মুফতি তাজিম আহমদ, ডেট্টয়েট দারুল উলুমের শিক্ষা সচিব হাফেজ জাবেদ আহমদ মেহমান হিসেবে বয়ান পেশ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাইতুল মোকাররম মসজিদের ইমাম ও খতিব আহমদ কাসেম।

এছাড়া, ডা. হাফিজ মাহফুজ হক, ডা.হাফিজ আবদুল মালিক এমডি, ইঞ্জিনিয়ার সাইদ খান, বাইতুল মোকাররম মসজিদ কমিটির জয়েন্ট সেক্রেটারি মুহিবুর রহমান খোকনসহ অনেকে বক্তব্যে রাখেন।   

মোহাম্মদ নাকিব হাসান রায়হানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মাওলানা নুরুল ইসলাম সুফিয়ানের মোনাজাত পরিচালনার মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়। 

মাওলানা আসলাম উদ্দীন আল আযহারী উপস্থিত পিতা-মাতা ও হিফজ সম্পন্ন ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানান। পবিত্র কোরআন ও ধর্মীয় শিক্ষার উপর গুরুত্বারোপ করে নতুন প্রজন্মকে এ শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে সামার স্কুল ও উইকেন্ড ক্লাসের অভিভাবকদের আরো বেশি যত্নবান হওয়ার আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে মসজিদ কমিটির প্রেসিডেন্ট ডা.সিরাজুল হক বলেন, পবিত্র কোরআন হিফজ করে নিজের হৃদয়কে আলোকিত করেছো, সবাইকে মোবারকবাদ জানাই। একই সাথে শুভেচ্ছা মা-বাবা ও শিক্ষকদের প্রতিও। 

মসজিদের ইমাম আহমদ কাসেম বলেন, পবিত্র কোরআন পৃথিবীর সবচেয়ে বড় মুজিয়া ও ইসলামের প্রধান উৎস। আল্লাহ তা নাজিল করেছেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য।

তাই নতুন প্রজন্মকে ইসলামের দীক্ষায় আলোকিত করতে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন এবং বায়তুল মোকাররম মসজিদে উইকেন্ড ক্লাসে ছাত্র-ছাত্রীদের নিয়মিত পাঠানোর আহ্বান জানান।

কেএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *