মিউনিখ আন্তর্জাতিক ম্যারাথনে দেশের পতাকা ওড়ালেন শিব শংকর পাল

মিউনিখ আন্তর্জাতিক ম্যারাথনে দেশের পতাকা ওড়ালেন শিব শংকর পাল

রেকর্ড ২২ বারের মতো মিউনিখ জেনেরালি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়েছেন বাংলাদেশি দৌড়বিদ শিব শংকর পাল। বিশ্বের ১২০ দেশের প্রায় ২৬ হাজার ৫০০ প্রতিযোগীর ভিড়ে লাল-সবুজের পতাকা নিয়ে দৌড়েছেন তিনি।

রেকর্ড ২২ বারের মতো মিউনিখ জেনেরালি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়েছেন বাংলাদেশি দৌড়বিদ শিব শংকর পাল। বিশ্বের ১২০ দেশের প্রায় ২৬ হাজার ৫০০ প্রতিযোগীর ভিড়ে লাল-সবুজের পতাকা নিয়ে দৌড়েছেন তিনি।

এই ম্যারাথনের মধ্য দিয়ে শিব শংকর ব্যক্তিগত ১৩২তম আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিলেন। রোববার (১৩ অক্টোবর) মিউনিখে ঐতিহাসিক এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। বৃষ্টি বিঘ্নিত দিনেও এ ম্যারাথন দেখতে শহরের বিভিন্ন স্থান থেকে জড়ো হয়েছিলেন লাখো দর্শনার্থী।

শহরের ঐতিহ্যবাহী অলিম্পিয়া পার্ক থেকে শুরু হয়ে ৪১ দশমিক ১৯৫ কিলোমিটার দূরত্বের এ ম্যারাথনটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান লেওপোল্ডস্ট্রাসে, ইংলিশ গার্ডেন, মারিয়েনপ্লাট্জ, জিগেসটর, চাইনিজ টাওয়ার, ওডেওনপ্লাট্জ ঘুরে আবার অলিম্পিক স্টেডিয়ামে এসে শেষ হয়। এর মধ্যে প্রায় ৪২ কিলোমিটার দীর্ঘ ট্র্যাক শেষ করতে শিব শংকর পাল সময় নেন ৩ ঘণ্টা ৪৫ মিনিট।

এর আগে নেপালের হিমালয় পাহাড়ে অনুষ্ঠিত পৃথিবীর কঠিনতম ম্যারাথন ‘এভারেস্ট ম্যারাথনে’ও বাংলাদেশের পতাকা নিয়ে দৌড়েছেন তিনি। দৌড়েছেন সুইজারল্যান্ডের ইন্টারলাকেন ও ইয়ুংফ্রাউর মতো কঠিন সুন্দরতম ম্যারাথনেও।

শৌখিন এই দৌড়বিদ ২০১৮ সালের নভেম্বরে নিউইয়র্কে ব্যক্তিগত ক্যারিয়ারের ১০০তম ম্যারাথনে অংশ নেন। ৬২ বছর বয়সী শিব শংকর পাল জার্মানির মিউনিখ শহরের একজন সফল ব্যবসায়ী হলেও তার শখ বিশ্বের বিখ্যাত ম্যারাথনগুলোতে বাংলাদেশের মান সমুজ্জ্বল রাখা।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *