ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বশেষ ম্যাচ নিয়ে এখনো আলোচনা তুঙ্গে। সেদিন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে পারলে সেমিফাইনালে খেলার জোর সম্ভাবনা ছিল টাইগারদের। তবে সেই সুযোগ হেলায় হারিয়েছিল বাংলাদেশ। বিশেষে করে মাহমুদউল্লাহ রিয়াদের এক ওভারে পাঁচ ডট বল দেওয়া নিয়েও সমালোচনা রয়েছে।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বশেষ ম্যাচ নিয়ে এখনো আলোচনা তুঙ্গে। সেদিন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে পারলে সেমিফাইনালে খেলার জোর সম্ভাবনা ছিল টাইগারদের। তবে সেই সুযোগ হেলায় হারিয়েছিল বাংলাদেশ। বিশেষে করে মাহমুদউল্লাহ রিয়াদের এক ওভারে পাঁচ ডট বল দেওয়া নিয়েও সমালোচনা রয়েছে।
আসন্ন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে রয়েছেন রিয়াদ। আজ (শুক্রবার) গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে মাহমুদউল্লাহর জায়গায় কে আসতে পারেন এমন প্রশ্ন করা হয়। এ ছাড়া শামীম পাটওয়ারীকে নিয়েও ছিল প্রশ্ন।
মাহমুদউল্লাহ ধীর গতিতে ব্যাটিং করে থাকেন। সেখানে কী শামীমকে নেওয়া যেত কি না এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘কার সঙ্গে কার তুলনা করছেন (শামীম না রিয়াদ)। জিনিসটা হচ্ছে, রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন, ভালো করছেন। অনেক ম্যাচ জিতিয়েছেন, হ্যাঁ অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি। কিন্তু উনার অনেক অবদান আছে। শামীম তরুণ এবং খুবই ভালো করছেন, খুবই ভালো ব্যাটিং করছেন। এ মুহূর্তে যদি বলেন যে রিয়াদ ভাই অনুশীলন ম্যাচে ভালো করেনি, এটা আমার কাছে ম্যাটার করে না।’
ভারতের বিপক্ষে সিরিজটি মাহমুদউল্লাহর শেষ কি না এমন প্রশ্নে শান্ত জানালেন, ‘এ ব্যাপারে আমরা ড্রেসিংরুমে কোনো আলোচনায় যাইনি (শেষ সিরিজ কী না)। কিন্তু হয়তো সামনের দিকে হবে কী না…। এখন এই আলোচনায় যেতেও চাই না, কারণ সিরিজ শুরু হচ্ছে৷’
শান্ত আরো বলেন, ‘আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং হয়তো উনি নির্বাচকের সঙ্গে কথাও বলবেন, এ বিষয়ে আমি খুব একটা পরিষ্কার না। কিন্তু আমার মনে হয় যে, অবশ্যই নির্বাচক ও বোর্ডের সঙ্গে একটা আলোচনা তো হবেই।’
এসএইচ/এফআই