মালাইকা আমার চেয়েও বেশি এগিয়ে যাক জীবনে : মেহজাবীন

মালাইকা আমার চেয়েও বেশি এগিয়ে যাক জীবনে : মেহজাবীন

দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পথে হেঁটে নাটকে অভিষেক হয়েছে তার ছোট বোন মালাইকা চৌধুরীর। প্রথমবারের মতো ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। যেখানে তার বিপরীতে রয়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। 

দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পথে হেঁটে নাটকে অভিষেক হয়েছে তার ছোট বোন মালাইকা চৌধুরীর। প্রথমবারের মতো ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। যেখানে তার বিপরীতে রয়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। 

বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে শোবিজাঙ্গনে পথচলা মালাইকার। চলতি বছরের ফেব্রুয়ারিতে হিমালয়া ন্যাচারাল গ্লো রোজ ফেসওয়াশের বিজ্ঞাপনে দেখা যায় তাকে। এরপর চলতি মাসেই পা রাখলেন নাটকে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকাকে প্রশ্ন করা হয়, আপনার বোনের সঙ্গে আপনার ৫টি মিল বলেন? জবাবে নবাগত এই অভিনেত্রী মুচকি হেসে বলেন, ‘এটা তো আপনারাই ভালো বলতে পারেন।’

মালাইকার লাজুক এই উত্তর বেশ উপভোগ করেছেন বড় বোন মেহজাবীন। ভিডিও ক্লিপটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার দিয়ে লিখেছেন, ‘হাহাহা, এটা কিউট। কিন্তু আমি চাই, আমার বোন আমার চেয়েও আরও অনেক গুন বেশি এগিয়ে যাক জীবনে।’

মেহজাবীনের সেই পোস্টে ভক্তরাও বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন, দুজনের চেহারাও নাকি দেখতে হুবহু মিল। কারো মন্তব্য, মেহজাবীনের মতোই জনপ্রিয় হয়ে উঠবেন মালাইকা। 

এদিকে প্রথমবারের মতো নাটকে কাজ করে উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী। তিনি বলেন, ‘শুটিং করতে খুব ভালো লাগছে। বোনের গল্প এবং রাজ ভাইয়ার পরিচালনায় কাজ করতে পেরে আমি আনন্দিত। সহশিল্পী হিসেবে জোভান ভাই অনেক সহায়তা করছেন। দর্শকদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষায় আছি।’  

অন্যদিকে মালাইকাকে নিয়ে কাজ করার প্রসঙ্গে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘শুধু মেহজাবীনের বোন হওয়ার কারণে তাকে সুযোগ দিইনি। মেহজাবীনের গল্পে এমন একটি চরিত্রের প্রয়োজন ছিল, যেখানে নতুন কাউকে মানাবে। সেই বিবেচনায় মালাইকার কথাই প্রথমে মাথায় আসে। তার মধ্যে অভিনয়ের প্রতিভা রয়েছে, আর শুটিংয়ে সে দারুণ মনোযোগী। আমার বিশ্বাস, মালাইকা দর্শকদের মন জয় করতে পারবে।’  

এনএইচ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *