সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপ পর্বের দুই ম্যাচ শেষ। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ০-১ গোলে হেরেছিল। আজ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে।
সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপ পর্বের দুই ম্যাচ শেষ। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ০-১ গোলে হেরেছিল। আজ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে।
এই ড্রয়ে বাংলাদেশের সেমিফাইনাল খেলা এখন অনেকটাই নিশ্চিত। গ্রুপের শেষ ম্যাচে ভারত ও মালদ্বীপ ড্র হলে বাংলাদেশ বাদ পড়বে। শুধুমাত্র ভারত ২ গোলের ব্যবধানে জিতলে বাংলাদেশের পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে।
আজ বাংলাদেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল। ফিনিশিং দুর্বলতায় একটির বেশি গোল পায়নি। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে দুই দলই একটি করে গোল করেছে। তবে বাংলাদেশ অসংখ্য সুযোগ মিস করেছে।
৪৮ মিনিটে বক্সের একটু বাইরে থেকে মুর্শেদ আলী জোরালো শটে গোল করেন। এগিয়ে যাওয়ার পাঁচ মিনিট পর আরো দু’টি সুযোগ মিস করে বাংলাদেশ। ৭৫ মিনিটে সমতা আনে মালদ্বীপ। কাউন্টার অ্যাটাকে মালদ্বীপের ইলান দুই ডিফেন্ডারের মাঝ থেকে বল নিয়ে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন।
সমতা আসার পরও বাংলাদেশ সুবর্ণ সুযোগ মিস করে। ডিফেন্স, গোলরক্ষক পরাস্ত করেও ফাকা জালে বাংলাদেশ বল পাঠাতে পারেনি। ইনজুরি সময় ছিল সাত মিনিট। ঐ সময়ও বল বাংলাদেশের দখলে ছিল। ফিনিশিং দক্ষতায় বাংলাদেশ জিততে পারেনি।
এজেড/এইচজেএস