মহানবীকে কটূক্তির প্রতিবাদে ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মহানবীকে কটূক্তির প্রতিবাদে ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারতের একজন পুরোহিত বিশ্বনবী হজরত মোহাম্মদকে (সা.) কটূক্তি করায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থীরা। 

ভারতের একজন পুরোহিত বিশ্বনবী হজরত মোহাম্মদকে (সা.) কটূক্তি করায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থীরা। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এ বিক্ষোভ করেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের নবীকে (সা.) সবচেয়ে বেশি ভালোবাসি। আমাদের মা-বাবাকে আমরা যতটুকু ভালোবাসি, আমাদের নবীকে আমরা তার থেকেও বেশি ভালোবাসি। তার অপমান আমরা সহ্য করব না।

তারা বলেন, রাসুল (সা.) আমাদের যতটুকু ভালোবাসেন, ততটুকু আর কেউ আমাদের ভালোবাসতেন না। কেয়ামতের দিন আমাদের মা-বাবারাও ‘ইয়া নফসি ইয়া নফসি’ বলবেন। শুধুমাত্র আমাদের রাসুল (সা.) বলবেন, ‘ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি’। আমরা সেই নবীর কোনো অপমান সহ্য করব না।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে এক পুরোহিত মহানবীকে (সা.) অবমাননা করলে সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রতিবাদে মুম্বাইয়ের উদ্দেশে লাখো মুসলিম জনতা লংমার্চ করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও বিভিন্ন জায়গায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়। 

কেএইচ/কেএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *