মসজিদে নববীতে এক সপ্তাহে ৫০ লাখ মুসল্লি

মসজিদে নববীতে এক সপ্তাহে ৫০ লাখ মুসল্লি

সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীতে এক গত এক সপ্তাহে ৫০ লাখের বেশি ইবাদতকারী ও জিয়ারতকারী আগমন করেছেন। এই সময় ইবাদতকারী ও জিয়ারতকারীদের সবোর্চ্চ সেবা প্রদান করা হয়েছে।

সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীতে এক গত এক সপ্তাহে ৫০ লাখের বেশি ইবাদতকারী ও জিয়ারতকারী আগমন করেছেন। এই সময় ইবাদতকারী ও জিয়ারতকারীদের সবোর্চ্চ সেবা প্রদান করা হয়েছে।

মসজিদে নববীর সেবায় নিয়োজিত জেনারেল অথরিটি জানিয়েছে, গত সপ্তাহে ৫০ লাখের বেশি মানুষ মসজিদে নববীতে আগমন করেছেন।

তাদের মধ্যে ২ লাখ ৩০ হাজার ৮২৩ জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করেছেন।

মসজিদে নববীতে নামাজ আদায় ও রাসূল সা.-এর রওজা জিয়ারতের বিশেষ ফজিলত রয়েছে। হজরত আবূ দারদা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মসজিদে হারামে এক নামাজ এক লাখ নামাজের সমান, আমার মসজিদে (মসজিদে নববী) এক নামাজ এক হাজার নামাজের সমান এবং বাইতুল মাকদাসে এক নামাজ ৫০০ নামাজের সমান।’-(মাজমাউয যাওয়াইদ : ৪/১১)

মসজিদে নববীর ফজিলত সম্পর্কে অন্য এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তিনটি মসজিদ ছাড়া অন্য কোথায়ও (সওয়াব আশায়) সফর করা জায়েজ নেই: মসজিদুল হারাম, আমার এ মসজিদ ও মসজিদুল আকসা।’-(বুখারি : ১১৮৯, মুসলিম : ১৩৯৭)

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *