মধ্যরাতে সমঝোতা, কাটল নির্বাচনের শঙ্কা 

মধ্যরাতে সমঝোতা, কাটল নির্বাচনের শঙ্কা 

বাফুফে নির্বাচনে কাউন্সিলর সংক্রান্ত বিষয়ে আজ আদালতে শুনানি হওয়ার কথা ছিল। গতকাল রাতে এ নিয়ে ফুটবলের বিভিন্ন পক্ষ গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। আলোচনা ফলপ্রসূ হওয়ায় আদালতে আজ মামলাটি শুনানির জন্য উঠেনি। 

বাফুফে নির্বাচনে কাউন্সিলর সংক্রান্ত বিষয়ে আজ আদালতে শুনানি হওয়ার কথা ছিল। গতকাল রাতে এ নিয়ে ফুটবলের বিভিন্ন পক্ষ গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। আলোচনা ফলপ্রসূ হওয়ায় আদালতে আজ মামলাটি শুনানির জন্য উঠেনি। 

জেলা-বিভাগীয় পর্যায়ের ফুটবল সংগঠক জসিমউদদীন খসরু কাউন্সিলরশীপ না পেয়ে আদালতে মামলার আবেদন করেন। খসরুর আইনজীবী অ্যাডভোকেট রফিক আজ সকালে বলেন, ‘দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। আজ শুনানি হবে না। মামলা প্রত্যাহারের প্রক্রিয়া চলছে।’

ফেনী, গোপালগঞ্জ, লালমনিরহাট ও শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলরশীপ বাতিল করেছে বাফুফে। বাদ পড়াদের মধ্যে গোপালগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা খসরু মামলা আবেদন করেন। আজ শুনানি হলে আবেদনকারী জসিম উদ্দিন খসরুর পক্ষে সিদ্ধান্ত গেলে নির্বাচন আয়োজন বড় শঙ্কার মধ্যে পড়ত। শুধু নির্বাচন নয় আদালতের নির্দেশনার ফলে বাফুফে ফিফার শাস্তির মধ্যেও পড়ার শঙ্কায় ছিল। 

মামলার আবেদনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে পক্ষভুক্ত করা হয়। বাফুফে আদালতের চিঠি পেলেও বিষয়টি স্বীকার করেনি। সমঝোতার ক্ষেত্রে সভাপতি প্রার্থী তাবিথ আউয়াল বড় ভুমিকা রেখেছেন বলে জানা গেছে। আইনি জটিলতা না থাকায় ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনে কোনো বাধা থাকল না। 

এজেড/এফআই

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *