মজার ছলে আবেগ নিয়ে খেলবেন না : শ্রেয়স 

মজার ছলে আবেগ নিয়ে খেলবেন না : শ্রেয়স 

বলিউড অভিনেতা শ্রেয়স ২০২৩ সালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন । সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর ভুয়ো খবর। সেই প্রসঙ্গে নিজের ইনস্টাগ্রামে একটি বার্তা দেন অভিনেতা। 

বলিউড অভিনেতা শ্রেয়স ২০২৩ সালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন । সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর ভুয়ো খবর। সেই প্রসঙ্গে নিজের ইনস্টাগ্রামে একটি বার্তা দেন অভিনেতা। 

মৃত্যু গুঞ্জনের প্রতি হতাশা প্রকাশ করে অভিনেতা লিখেছেন, ‘প্রিয়, আমি নিশ্চিত করতে চাই সকলের কাছে যে আমি জীবিত, আনন্দিত ও স্বাস্থ্যবান আছি। আমি মৃত এই দাবি করে যে ভাইরাল পোস্ট হয়েছে সেই ব্যাপারে আমি অবগত।’

শ্রেয়স বলেন, ‘যদিও আমি বুঝি যে হাস্যরসের নিজস্ব জায়গা আছে, কিন্তু যখন এটির অপব্যবহার করা হয়, তা কারও প্রকৃত ক্ষতির কারণ হতে পারে। কারও মজা হিসেবে যেটা শুরু হয়েছিল, সেটা এখন অযাচিত সমস্যা তৈরি করছে এবং আমাকে নিয়ে যাঁরা চিন্তা করেন বিশেষত আমার পরিবারের আবেগ নিয়ে খেলছে।’

পোস্টের শেষে এ অভিনেতার ভাষ্য, ‘আমার ছোট্ট মেয়ে সে আমার স্বাস্থ্য নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং বারবার আমাকে জিজ্ঞেস করে নিশ্চিত হতে চাইছে যে আমি সুস্থ কি না। এই মিথ্যা খবর কেবলমাত্র ওর ভয়কে আরও গভীরে পৌঁছে দিয়েছে, যা ওকে ওর বন্ধুবান্ধব ও শিক্ষক-শিক্ষিকাদের প্রশ্নের জবাবের মুখোমুখি হতে বাধ্য করছে, যা এমন আবেগ জাগিয়ে তুলছে যেগুলো পরিবার হিসেবে আমরা সামাল দেওয়ার চেষ্টায় আছি।’

এই খবর এখনও যারা ছড়াচ্ছেন তাদের থামতে অনুরোধ জানিয়েছেন এ অভিনেতা। অভিনেতার নিজের পরিবারের ওপর এর প্রভাব পড়ছে। মানুষের আবেগ নিয়ে খেলার অভিযোগ করছেন তিনি। 

‘পোস্টে লাইক-এনগেজমেন্টের জন্য’ এই সমস্ত কাজ ঠিক না বলেও জানিয়েছেন। শ্রেয়স তলপড়েকে এবার দেখা যাবে কঙ্গনা রানাওয়াতের ‘এমার্জেন্সি’ ছবিতে। মুম্বাইয়ে এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। 

এমআইকে/

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *