ভোলায় বাস ও অটোরিকশা চাপায় দুইজনের মৃত্যু

ভোলায় বাস ও অটোরিকশা চাপায় দুইজনের মৃত্যু

ভোলার দুই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মো. সফু (৪৫) ও মো. সানি (৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

ভোলার দুই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মো. সফু (৪৫) ও মো. সানি (৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলার দালাল বাজারে একটি যাত্রীবাহী বাস চাপায় মো. সফু ও দুপুরে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের পন্ডিতেরপুল এলাকায় একটি অটোরিকশা চাপায় শিশু মো. সানির মৃত্যু হয়েছে।

বাস চাপায় নিহত মো. সফু বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন ৮নম্বর ওয়ার্ডের দালাল বাড়ির মো. সামসুল হকের ছেলে।

অটোরিকশা চাপায় নিহত শিশু মো. সানি ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পন্ডিতেরপুল বাজার-সংলগ্ন ঘরানি বাড়ির মো. হানিফের ছেলে।

সফু নিহতের ঘটনায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চরফ্যাশন উপজেলা থেকে ছেড়ে আসা ভোলা সদরগামী ‘এ এন্টারপ্রাইজ’ নামের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস আজ (সোমবার) সকাল সাড়ে ১০টার দিকে বোরহানউদ্দিন উপজেলার দালাল বাজার এলাকায় আসলে সড়কের পাশে থাকা মো. সফুকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই সফু মারা যান। ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান।

শিশু সানি নিহতের ঘটনায় পুলিশ ও শিশুর স্বজনরা জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের পন্ডিতেরপোল বাজার-সংলগ্ন ঘরানি বাড়ির সামনে গ্রামের সড়কের পাশে শিশু সানিসহ তিন শিশু একত্রে খেলছিল। এ সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা এসে শিশু সানিকে সজোরে ধাক্কা দেয়।

তারা আরও জানান, শিশু সানি ঘটনাস্থলে গুরুতর জখম হলে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনার সময় পথেই মারা যায়।

সফুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সোমবার সকালে দালাল বাজারে যাত্রীবাহী বাস চাপায় মো. সফু নামের একজনের মৃত্যুর ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তিনি আরও বলেন, নিহতের মরদেহ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশু সানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর হাসপাতালে কর্মরত পুলিশ কর্মকর্তা মো. মামুন ঢাকা পোস্টকে বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় শিশু সানি গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক আটক আছে। শিশুটির মরদেহ ভোলা সদর হাসপাতালে রয়েছে।

মো. খাইরুল ইসলাম/এএমকে

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *