তিনদিনের টানা ভারী বর্ষণে ঝুমঝুমপুর যশোর সদর উপজেলা পরিষদের সামনে শতবছরের পুরোনো ঐতিহ্যবাহী একটি বটগাছ উপড়ে পড়েছে।
তিনদিনের টানা ভারী বর্ষণে ঝুমঝুমপুর যশোর সদর উপজেলা পরিষদের সামনে শতবছরের পুরোনো ঐতিহ্যবাহী একটি বটগাছ উপড়ে পড়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ওপর গাছটি উপড়ে পড়ে। এতে সড়কের পাশে থাকা চারটি দোকান দুমড়েমুচড়ে গেছে। তবে তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে সড়কের ওপর বৃহৎ এই গাছ উপড়ে পড়ায় এদিন সকাল ৯টা থেকে প্রায় দেড় ঘণ্টা যশোর নড়াইল মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। ঘটনার পরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছটি কেটে সড়কের ওপর থেকে অপসারণ করে। পরে সকাল সাড়ে ১০টার পর থেকে যশোর-নড়াইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
যশোর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপস্থিত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, অতি বৃষ্টির কারণে গাছের গোড়া নরম হয়ে যাওয়ায় গাছটি সড়কের উপরে গোড়া থেকে উপড়ে পড়ে। এতে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে সকাল সাড়ে ১০টার দিকে গাছটি অপসারণ করা হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, গাছটি সড়কের উপরে গোড়া থেকে উপড়ে পড়ায় গাছের নিচে একটি সেলুনের দোকান, একটি চায়ের দোকান, একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকানসহ চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
এ্যান্টনি দাস অপু/এফআরএস