ব্রাজিলে ভিনিসিয়ুসের ফর্মহীনতা নিয়ে যা বললেন আনচেলত্তি

ব্রাজিলে ভিনিসিয়ুসের ফর্মহীনতা নিয়ে যা বললেন আনচেলত্তি

আন্তর্জাতিক ব্যস্ততা শেষে শুরু হচ্ছে ক্লাব ফুটবলের খেলা। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে রোববার মাঠে নামছে রিয়াল মাদ্রিদও। এই ম্যাচের আগে আজ (শুক্রবার) কোচ কার্লো আনচেলত্তির সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি প্রশ্ন হলো ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে। এ সময় রিয়াল কোচ জাতীয় দলে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ফর্মহীনতা নিয়েও জবাব দিয়েছেন। একইসঙ্গে ভিনির কঠিন সময়ে দাঁড়িয়েছেন পাশে।

আন্তর্জাতিক ব্যস্ততা শেষে শুরু হচ্ছে ক্লাব ফুটবলের খেলা। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে রোববার মাঠে নামছে রিয়াল মাদ্রিদও। এই ম্যাচের আগে আজ (শুক্রবার) কোচ কার্লো আনচেলত্তির সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি প্রশ্ন হলো ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে। এ সময় রিয়াল কোচ জাতীয় দলে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ফর্মহীনতা নিয়েও জবাব দিয়েছেন। একইসঙ্গে ভিনির কঠিন সময়ে দাঁড়িয়েছেন পাশে।

জাতীয় দলে এখন পর্যন্ত ৩৪ ম্যাচ খেলেছেন ভিনি, যেখানে তিনি মাত্র ৫টি গোল করেছেন। অথচ গোল করা ও করানোয় রিয়ালে বেশ পরিচিতি এই তারকা ফরোয়ার্ডের। তবে এই মৌসুমে রিয়ালের জার্সিতে এখনও পুরো ছন্দে দেখা মিলছে না এই তারকার। স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম পাঁচ ম্যাচে ২৪ বছর বয়সী ফরোয়ার্ড মাত্র একটি গোল করেছেন, সেটাও পেনাল্টি থেকে। বর্তমানে ব্রাজিলের বাজে পারফরম্যান্সে সহায় হতে না পারায় তীব্র সমালোচনা সইতে হচ্ছে ভিনিকে।

দলের সাত নম্বর জার্সিধারীর এমন ফর্মহীনতা নিয়ে আনচেলত্তি বলছেন, ‘সে তার সেরা ফর্মে নেই, তবে সে এখনও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা তাড়াহুড়ো করছি না, কারণ দল গোল করতে পেরেছে এবং সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমার জন্য উদ্বেগের বিষয় হলো ভিনিসিয়ুসের অবস্থা, তবে তার ভালো যত্ন নিতে হবে আমাদের। সে সবসময় ভালো কাজ করে এবং তার সেরা পর্যায়ে পৌঁছানো সময়ের ব্যাপার।’

ব্রাজিলের হয়ে ভালো করতে না পারার বিষয়টিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়দের বিষয় বলেও মন্তব্য করেন রিয়াল কোচ, ‘ব্রাজিলে তার সমস্যাগুলোতে আমি যেতে চাই না, তবে আমি যা দেখছি তাদের সমস্যাটা সামগ্রিক, কারণ তারা গ্রুপ হিসেবে তাদের সেরা পারফরম্যান্স মেলে ধরতে পারছে না। এখানে (রিয়াল মাদ্রিদ) ভিনিসিয়ুসকে নিয়ে আমরা আনন্দিত, যদিও এই মুহূর্তে সে তার সেরা ফর্মে নেই, তবে কেউ ভুলতে পারবে না যে ভিনিকে নিয়ে আমরা দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পেরেছি…মাদ্রিদে আমাদের তাকে খুব পছন্দ করতে হবে।’

এর আগে ব্রাজিল ও রিয়ালের জার্সিতে ফর্ম দেখানোয় কী অসুবিধা সেটি জানিয়েছেন ভিনি, ‘এটি (রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের খেলা) সম্পূর্ণ আলাদা। ইউরোপের খেলাগুলো ভিন্ন, বল একপাশে থেকে অন্যপাশে দ্রুতগতিতে যায়। আমাদের জানতে হবে কীভাবে মানিয়ে নিতে হয়, যাতে সবাই ভালো খেলে আমরা ম্যাচ জিততে পারি। আমরা জানি কেমন পরিস্থিতিতে আছি। যেকোনো মূল্যে ব্রাজিলকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে চাই। আমাদের সবাইকে দেশে ফিরে ভাবতে হবে কীভাবে ভালো খেলা যায়। আমরা এখানে পয়েন্ট হারাতে আসিনি। আমাদের অবশ্যই সমস্ত সমালোচনাকে মেনে নিতে হবে এবং ব্রাজিলকে শীর্ষে রাখতে যত তাড়াতাড়ি সম্ভব খেলায় ফিরে আসতে হবে।’

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল এই মুহূর্তে ৮ ম্যাচ শেষ করে আছে ৫ম স্থানে। ৮ ম্যাচে ৪ হারের সঙ্গে আছে ৩ জয় আর ১ ড্র। সংগ্রহে মাত্র ১০ পয়েন্ট। তাদের সামনে আছে যথাক্রমে আর্জেন্টিনা, কলম্বিয়া, উরুগুয়ে ও ইকুয়েডর।

এএইচএস

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *