ব্যাট-বলে ঝলক দেখিয়ে দলকে জেতালেন সাইফউদ্দিন

ব্যাট-বলে ঝলক দেখিয়ে দলকে জেতালেন সাইফউদ্দিন

ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা মেটাতে না পারায় সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি এই অলরাউন্ডারের। এরপর লম্বা বিরতি নিয়েছেন।

ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা মেটাতে না পারায় সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি এই অলরাউন্ডারের। এরপর লম্বা বিরতি নিয়েছেন।

এবার যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগ দিয়ে আবারও মাঠে ফিরেছেন সাইফউদ্দিন। যুক্তরাষ্ট্রের ২০ ওভারের এই টুর্নামেন্টে আটালান্টা ফায়ারের হয়ে খেলছেন এই পেস বোলিং এই অলরাউন্ডার। আটলান্টার জার্সিতে সময়টাও কাটছে দারুণ। ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে দলকে জেতালেন বাংলাদেশি এই ক্রিকেটার।

Mohammad Saifuddin Sizzles with All-round performance! 32 off 18 with the Bat and 2 Wicket Super-Economical Spell…

গতকাল (রোববার) আটলান্টা ফায়ারের প্রতিপক্ষ ছিল ফোর্ট লডারডেল লায়ন্স। আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৩৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সাইফউদ্দিনের দল।

বিধ্বংসী সেঞ্চুরি হাঁকান স্টিভেন টেলর। ৬১ বলে খেলেন ১১২ রানের ইনিংস। ফিনিশিংয়ে দারুণ ক্যামিও ইনিংস খেলেছেন সাইফউদ্দিন। ২টি চার ও ৩টি ছক্কার মারে ১৮ বলে ৩২ রান করেন। শেষপর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২৩৬ রান তোলে আটলান্টা। 

ঝোড়ো ব্যাটিংয়ের পর বল হাতে ইনিংসের প্রথম বলেই দলকে সাফল্য এনে দেন সাইফউদ্দিন। রানের পাহাড় টপকাতে নেমে শুরুতেই উইকেট হারায় লডারডেল। ক্যারিবীয় গ্রেট শিবনারায়ণ চন্দরপলের ছেলে ত্যাগনারায়ণ চন্দরপলকে গোল্ডেন ডাকের স্বাদ দেন সাইফউদ্দিন। শেষদিকে আরও একটি উইকেট শিকার করেন টাইগার এই অলরাউন্ডার। 

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রানে থামে লডারডেলের ইনিংস। তাদের পরাজয় ৭৪ রানের বড় ব্যবধানে। ৪ ওভার বল করে জোড়া উইকেট শিকারের দিনে সাইফউদ্দিন খরচ করেছেন মাত্র ১১ রান, তাও ছিল একটি মেডেন ওভার।

এফআই

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *