ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হয় এমন কিছু করা যাবে না

ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হয় এমন কিছু করা যাবে না

ফোন তল্লাশিসহ ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হয়, এমন কিছু করতে নিষেধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজকের ‘সর্বাত্মক অবস্থান’ কর্মসূচিতে ঢাকার বিভিন্ন মানুষের ফোন তল্লাশি করে হেনস্তা করার অভিযোগ পাওয়ার পর সংগঠনের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। 

ফোন তল্লাশিসহ ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হয়, এমন কিছু করতে নিষেধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজকের ‘সর্বাত্মক অবস্থান’ কর্মসূচিতে ঢাকার বিভিন্ন মানুষের ফোন তল্লাশি করে হেনস্তা করার অভিযোগ পাওয়ার পর সংগঠনের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের ব্যক্তিগত গোপনীয়তা বিনষ্ট হয়, এমন কিছু তারা সমর্থন করেন না।

এদিন বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। ওই বার্তায় বলা হয়, ‘মানুষের ব্যক্তিগত গোপনীয়তা বিনষ্ট হয়, এমন কোনো কিছুই আমরা সমর্থন করি না। এমন কাজ পুরোনো বৈষম্যের দৃষ্টান্তকেই আবার নতুনভাবে ডেকে আনছে। তাই ফোন চেকসহ নাগরিকের ব্যক্তিজীবনের স্বাভাবিক যাত্রা বিনষ্ট হয়, এমন কিছুই করবেন না।

বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পথে মানুষের ব্যক্তিগত জীবনের স্বাধীনতা নিশ্চিত করা অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ বলে উল্লেখ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের বার্তায় বলা হয়েছে, তাই সবাইকে আহ্বান করা যাচ্ছে, সারা দেশে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে শান্তিপূর্ণ অবস্থান নিন। স্বাভাবিক জনজীবন যাতে আরও সুন্দর ও সুশৃঙ্খল হয়, তা নিশ্চিতে রাজপথে থাকুন।

এমএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *