বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) হলগুলোতে বিদ্যামান গণরুম প্রথা বিলুপ্তের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ মুখতার ইলাহী আবাসিক হল পরিদর্শনের সময় তিনি এ ঘোষণা দেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) হলগুলোতে বিদ্যামান গণরুম প্রথা বিলুপ্তের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ মুখতার ইলাহী আবাসিক হল পরিদর্শনের সময় তিনি এ ঘোষণা দেন।
অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোনো গণরুম থাকবে না। গণরুম প্রথা এখন থেকে বিলুপ্ত। ডাইনিং থেকে কেউ ফাউ খেতে পারবে না। এতে ডাইনিংয়ের খাবারের মান উন্নত হবে।
তিনি আরও বলেন, খাতা-কলমসহ প্রয়োজনীয় কোনো কিছুর দরকারে ক্যাম্পাসের বাইরে যেতে হয়। আমি যদি তার ব্যবস্থা ক্যাম্পাসের ভেতরেই করে দেই তাহলে তো তোমাদের আর বাইরে যাওয়া লাগবে না।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শওকত আলী। ওই দিন সন্ধ্যায় তিনি বেরোবির উপাচার্য হিসেবে যোগদান করেন।
শিপন তালুকদার/আরএআর