বিশ্ব হার্ট দিবসে ইউ-এস বাংলা হসপিটাল কলেজে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব হার্ট দিবসে ইউ-এস বাংলা হসপিটাল কলেজে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে র‌্যালি ও জনমনে সচেতনতা বিষয়ক আলোচনা সভার আয়োজন করেছে ইউ-এস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে র‌্যালি ও জনমনে সচেতনতা বিষয়ক আলোচনা সভার আয়োজন করেছে ইউ-এস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

রোববার (২৯ সেপ্টেম্বর) একটি র‍্যালি কলেজ ভবন থেকে শুরু হয়ে হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। 

আলোচনায় অংশগ্রহণ করেন কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. আবুল হাসানাত মো. জাফর, সহকারী অধ্যাপক ডা. তাসলিমা আফরোজ এবং অন্যান্য চিকিৎসকরা। 

অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকরা হৃদরোগের কারণসমূহ ব্যাখ্যা করার পাশাপাশি হৃদরোগ প্রতিকার ও প্রতিরোধের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

সহকারী অধ্যাপক ডা. তাসলিমা আফরোজ বলেন, হৃদরোগ প্রতিকারে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন অত্যাবশ্যক। দৈনিক ৩-৪ রকমের সিজনাল সবুজ শাকসবজি ও ফলমূল খেতে হবে। ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণে রাখা ও মানসিক চাপমুক্ত থেকে পরিমিত ঘুমাতে হবে। পাশাপাশি হাঁটাচলা ও শরীরচর্চার মাধ্যমে দৈহিক ওজনকে উচ্চতা অনুযায়ী নিয়ন্ত্রণে রারখতে হবে। সর্বোপরি ধূমপান মুক্ত থাকাই হৃদরোগ প্রতিরোধের প্রধান উপায়। 

এছাড়া, বিভিন্ন হাসপাতালে আসা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষার ওপর কর্তৃপক্ষ বিশেষ ছাড়ের ব্যবস্থা করেন। 

এসব আয়োজনে আয়োজনে উপস্থিত ছিল হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. আবুল হাসনাত, মো. জাফর, হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাসলিমা আফরোজ, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. স্বপ্না ভট্টাচার্য, মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আব্দুল আজিজ, গাইনি বিভাগের অধ্যাপক ডা. রওশন আরা খানম।

আরও উপস্থিত ছিলেন রেডিওলজি ইমেজিং বিভাগের সিনিয়র কনসালটেন্ট কর্নেল ডা. খালেদা পারভীন (অব.), এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আফজাল হোসেন, গ্যাস্ট্রোএন্টারলজি বিভাগের অধ্যাপক ডা. শফিকুল ইসলাম ভূঞা, অন্যান্য আবাসিক, মেডিকেল চিকিৎসক, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ইন্টার্ন ডাক্তার ও হসপিটাল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা।

কেএ

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *