বিশ্বকাপ রেখেই দেশে ফিরছেন পাক অধিনায়ক

বিশ্বকাপ রেখেই দেশে ফিরছেন পাক অধিনায়ক

সংযুক্ত আরব আমিরাতে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন ফাতিমা সানা। আসরে নিজেদের তৃতীয় ম্যাচে যখন আগামীকাল (শুক্রবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার প্রস্তুতি চলছে, সেই সময় তিনি বড় দুঃসংবাদ পেলেন। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ফাতিমার বাবা। প্রয়াত বাবার শেষকৃত্যে অংশ নিতে করাচির বিমান ধরছেন পাক অধিনায়ক।

সংযুক্ত আরব আমিরাতে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন ফাতিমা সানা। আসরে নিজেদের তৃতীয় ম্যাচে যখন আগামীকাল (শুক্রবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার প্রস্তুতি চলছে, সেই সময় তিনি বড় দুঃসংবাদ পেলেন। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ফাতিমার বাবা। প্রয়াত বাবার শেষকৃত্যে অংশ নিতে করাচির বিমান ধরছেন পাক অধিনায়ক।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ফাতিমার অলরাউন্ড পারফরম্যান্সেই পাক নারীরা শ্রীলঙ্কাকে হারিয়েছিল। যেখানে আগ্রাসী ব্যাটিংয়ে ৩০ রানের ক্যামিও ইনিংসের পাশাপাশি শিকার করেছেন ২টি উইকেট। যদিও পরের ম্যাচে পাকিস্তান হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে। সেমিফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে পরের দুই ম্যাচে জয়ের বিকল্প নেই। সেই অবস্থায় ফাতিমার অনুপস্থিতি পাকিস্তানের জন্য বড় ধাক্কা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ফাতিমা পাকিস্তানের সবচেয়ে কম বয়সী (২২) অধিনায়ক হিসেবে রেকর্ড গড়েছিলেন। প্রথম ম্যাচের পর ভারতের বিপক্ষেও পরপর জেমিমা রদ্রিগেজ ও রিচা ঘোষের দুই উইকেট নিয়ে আশা জাগিয়েছিলেন তিনি। তবে হার এড়াতে পারেনি পাকিস্তান। ফাতিমার বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি।

নিদা দার দায়িত্ব ছাড়ার পর পাকিস্তানের মানসিকতায় পরিবর্তন আনার চেষ্টা করেছেন ফাতিমা সানা। তাদের আগের ব্যাটিং কৌশলে পরিবর্তন আসছে এর পর থেকে। বর্তমানে বিশ্বকাপের ‘এ’ গ্রুপে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান পাক মেয়েদের। ২ ম্যাচে একটি করে জয় ও হারে তাদের পয়েন্ট ২।

দুই ম্যাচের মধ্যে শতভাগ জয় নিয়ে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৪। তিন ম্যাচে দুই জয়ে ভারতের অবস্থান দুইয়ে, তাদেরও পয়েন্ট ৪। ২ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিউজিল্যান্ডের, তাদের অবস্থান চারে। তিন ম্যাচ খেলে শ্রীলঙ্কা এখনও জয়ের দেখা পায়নি।

এএইচএস 

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *