বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক ডা. মো. হাসানুল হক নিপুণকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক ডা. মো. হাসানুল হক নিপুণকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূরের আদালত তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। নিপুণের পক্ষে অ্যাডভোকেট শারমিন জাহান রুপা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
গত ১৯ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গাজীপুর থেকে হাসানুল হক নিপুণকে গ্রেপ্তার করে।
জানা যায়, গত ৪ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে অনেকে আহত হন। আগুন দেওয়া হয় গাড়িতে। ভাঙচুর চালানো হয়। এতে ১৩ কোটি ৫০ লাখ টাকার ক্ষতিসাধন হয়।
এ ঘটনায় এক আন্দোলনকারীর বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে গত ১৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।
এনআর/এসকেডি