বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক রুহুল আমিন গাজী

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক রুহুল আমিন গাজী

সর্বজনের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন দেশবরেণ্য সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) সভাপতি রুহুল আমিন গাজী। বুধবার রাত ৯টায় দিকে চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ওয়াজিহিয়া হাফিজিয়া মাদ্রাসা পাশে তার বাবা-মা কবরের পাশে তাকে দাফন করা হয়। এদিন সন্ধ্যায় ওই মাদ্রাসার মাঠে তার ২য় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজের ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা আমির আব্দুর রহিম পাটোয়ারী। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তার জানাজায় অংশ নেন সহস্রাধিক মানুষ।

জানাজার আগে রুহুল আমিন গাজীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ড. মোবারক হোসাইন, ঢাকা দক্ষিণের নায়েবে আমির ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমির বিল্লাল হোসেন মিয়াজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া, শিক্ষক কল্যাণ সংগঠনের সভাপতি অধ্যাপক মোশারফ হোসেন লিটন, চাঁদপুর শহর জামাতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তার আলী, জেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন বাচ্চু। মরহুমের একমাত্র ছেলে আফফান প্রমুখ।

এর আগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় জাতীয় প্রেসক্লাবে প্রথম নামাজে জানাজার আয়োজন করা হয়।

জানা গেছে, সাংবাদিক রুহুল আমিন গাজী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, উচ্চ ডায়াবেটিক, ব্যাক পেইনসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

আনোয়ারুল হক/এসকেডি

Visit Source Page

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *