চার বারের বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নির্বাচনে আর প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পরদিনই ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা দেন। এর সপ্তাহ খানেক পর আজ বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার কথা বললেন।
চার বারের বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নির্বাচনে আর প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পরদিনই ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা দেন। এর সপ্তাহ খানেক পর আজ বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার কথা বললেন।
বাফুফে সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল এবার সভাপতি নির্বাচন করবেন এমন গুঞ্জন বেশ কিছু দিন ধরেই ছিল। সালাউদ্দিন নির্বাচন না করার পর তাবিথ নির্বাচন করবেন অনুমেয় ছিল। আকস্মিকভাবে তরফদার নির্বাচনে প্রার্থীতা ঘোষণা ও তাবিথের নিষ্ক্রিয়তায় খানিকটা বিস্ময়ের সৃষ্টি হয়। আজকের ঘোষণার মাধ্যমে তাবিথ সকল ধূম্রজাল অপসারণ করেছেন।
আজ রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তাবিথ আউয়াল বলেন, ‘বাফুফে নির্বাচনে আমি সভাপতি নির্বাচন করতে আগ্রহী। ফুটবল সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই। এটা আসলে আনুষ্ঠানিকতা হবে তখন যখন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করব।’
ইতোমধ্যে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেছেন তরফদার রুহুল আমিন। তিনি নির্বাচনের ব্যাপারে ইতিবাচক মানসিকতা প্রকাশ করেছেন, ‘ নির্বাচনের জন্য আমি প্রস্তুত। অংশগ্রহণমুলক প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের প্রত্যাশা করছি।’
তাবিথ আউয়াল বাফুফে নির্বাচনে দুই বার সহ-সভাপতি নির্বাচিত ছিলেন। এবার সভাপতি পদে জয়ের ব্যাপারে আশাবাদী, ‘কাউন্সিলররা আমাকে দুই বার সভাপতি নির্বাচিত করেছে। আশা করি এবার সভাপতি পদেও ভোট দেবেন।’ নির্বাচনের প্যানেল নিয়ে বলেন, ‘আমি সভাপতি পদে আগ্রহ প্রকাশ করেছি। নির্বাচনে অন্য পদে কারা ইচ্ছুক। সবার সঙ্গে আলোচনা করে প্যানেল।’
এজেড/এফআই