ঢাকার বাড্ডা থানায় এখনো লুটপাট চলছে। লুটপাটকারীরা দলে দলে বাড্ডা থানায় প্রবেশ করে যা পারছে নিয়ে যাচ্ছে।
ঢাকার বাড্ডা থানায় এখনো লুটপাট চলছে। লুটপাটকারীরা দলে দলে বাড্ডা থানায় প্রবেশ করে যা পারছে নিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে থানার মূল ফটো ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। তারা ভেতরে থাকা আসবাবপত্র, ল্যাপটপ, কম্পিউটাসহ জরুরি কাগজপত্র লুট করে নিয়ে যায়। মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকার ১৭ নম্বর রোডে বাড্ডা থানা ভবন।
সরজমিনে দেখা গেছে, বেলা ১২টার দিকে শতাধিক লোক থানার মূল ফটো ভেঙে আবার ভেতরে প্রবেশ করেন। ভেতর থেকে যে যার মতো জিনিসপত্র লুটপাট করে বেরিয়ে যান। কাউকে কাউকে থানার সামনের গ্রিল খুলে নিতেও দেখা গেছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, ভাড়া বাসায় চলছিল বাড্ডা থানার কার্যক্রম। সোমবার সারাদিন থানা ঘেরাও করে রাখে বিক্ষোভকারীরা। রাত ২টা থেকে ৩টা পর্যন্ত ব্যাপক গুলির শব্দ শুনতে পেয়েছেন তারা। রাত তিনটার পরে লোকজন এক দফা থানার ভেতরে প্রবেশ করে লুটপাট করেন। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় পুলিশ সদস্যদের থাকার মেসটি। পরে সকাল থেকে আবার লুটপাট শুরু হয়।
এমএসি/জেডএস